শনিবার, ৩ মার্চ, ২০১৮

বিতস্তা ঘোষাল




মায়া


মায়াবী সম্পর্কের মাঝে বেঁচে থাকা
থাকব বলেই এত আরাধনা
এত প্রস্তুতি, এত জাল বোনা
বুনতে বুনতে কবে জাল গুটিয়ে
মায়াবী রাত আরো মায়াবী হয়েছে
টের পাই নি।

টের পাই নি মনের মাঝে লুকিয়ে থাকা
কথারা ঢেউয়ের মত এসে ফিরে গেছে

সম্পর্ক আর কথার টানাটানিতে
মায়া ছাড়া সবই এখন অস্তমিত


আলপনা


আমার কোনো অতীত ছিল না, ভবিষ্যতও নেই
আমার কেবল বর্তমান

রান্নার ফোড়নের গন্ধ প্রেসার বন্ধের পরেও আজো ঘর জুড়ে
হলুদ, নুন আর ঘামের দাগ লাগা মায়ের শাড়িতে
মুগ্ধতা ছুঁয়ে সারা জীবন

শৈশবের মাটি কাদার সাথে মিশে আমনের ঘ্রাণ
আজো ভাতের ফ্যানে

দেওয়ালে সবুজ যে রঙ টেনেছিলাম অনাদরে
তাও রয়ে গেছে

মায়াবী আলোয় প্রেমিকের মুখ, লাজুক চোখে আমার
না বলা কথা সব এখনো আগের মতোই

এই তো সেদিন জ্যোৎস্না মেখে হাঁটছিলাম রেড রোডে,
ময়দান চুপিচুপি কথা বলেছিল,

ভিক্টোরিয়ার পরীরাও আমাদের সঙ্গী , মলমল ঘোড়ার গাড়ি পাশ দিয়ে যাবার সময় বলেছিল,
পৃথিবীর শেষ ঘোড়া আজ মর্ত্যে শুধু তোমাদের জন্যই

কত বছর কেটে গেছে, সওয়ারী হবার ইচ্ছায়
বৃষ্টির গা বেয়ে এখনো মাটির গন্ধ পাই
ঘোড়া আর পরী এখনো হাত ধরাধরি করে

এখনো সব আগের মতোই আছে,
ঠিক আগের মতোই
মনের কুঠুরিতে সযত্নে...

কেবল পথ বেঁকে গেছে কালো শাড়ি পরে
তার সাদা পারে আঁকা সময়ের আলপনা...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন