শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

পলাশকুমার পাল

Loading Image...

দেয়ালেরা ফাটে
পাখিরা ওড়ে
গাছেরা বাড়ে...
যেমন-তেমন আলপনার মাঝে
বা সূর্যোদয়
বা সূর্যাস্ত

অঙ্কের মাঝে সূঁচ

বুঝে নাও বৌ নাও দুলে কীভাবে
ক্লিক নয়
লিক করে,
খিস্তিরাও চেবায় পেস্তা

ক্যালেণ্ডার

জন্মের পরেই হাতে চলে আসে
তারপর আঁশ ছাড়াতে ছাড়াতে
নেলপালিশ উঠে,
একটা মৃত্যু
আংটির মধ্যে চিকচিক করে

লগআউট হয়ে আইডি
সকালে মিছরির জল

মরতে মরতে
জন্মাতে জন্মাতে
হেঁচকিও ওঠে...


ফিতে আর শিরদাঁড়া

সীতা সীতা সীতা
ফিতেতে বেঁধে
একটা বিনুনিও ঝুলন্ত ব্রিজ

শিরদাঁড়াতে ভেসে যায় নৌকা

ওপরে হেয়ারবেন
রামায়নের পাতা ছিঁড়তে ছিঁড়তে

হলুদজলে সূর্যগ্রহণ হয়ে ওঠে চোখা...


ছায়াছবি

পিকচার টিউবে আতসবাজিরা
ঢিলের মতো
ফাটিয়ে দিচ্ছে একটা পুকুর

পাড়ের শিমূলগাছের ছায়া
তারই মধ্যে খুঁজছে বাস্তুভিটে...

রিমোর্টের ভিতরে

ঘুমায় নগর

২টি মন্তব্য: