সোমবার, ২ অক্টোবর, ২০১৭

অরুণিমা চৌধুরী

সংসার 


শিকারের প্রকৌশল শিখে নিলে মৌন হয়ে যাও
নাভি থেকে উঠে আসে পূত ওম
আমিও না দেখার ছুতোয়
        রান্নাঘরে আঁশবটি ধুয়ে রাখি
চুলায় ভর্তুকি নেই, ছুটকো পালকে গা মাথা ভরে ওঠে
তৃতীয় নারীটি অসতী
          শিকারের কায়দা জানা ফাঁদে
চুপচাপ খাঁচা ভরে আসে
আঁশবটি ধোঁয়া জলে চতুর মেনিটি মুখ দেয়...
নাভি থেকে উঠে আসে গতজন্ম, বিবাহ অক্ষর
হে পরম  ভন্ডত্রৈধ ধ্যানের শেষে তৃপ্ত
তুমিও  মহাযোগী


অ্যানিভার্সারি


এই যে এত পুড়ছি! গা থেকে
অগুরু চন্দনের গন্ধ ছড়িয়ে গেল কতদূর...
হাত কোলে বসে আছে চূড়ো ছাই
একটু পরেই ধুয়ে যাবে স্থান কাল পাত্র
এতটুকু ছোট্ট অভিমান... আমাদের বাসাবাড়ি...

নাভিপদ্মে ঢেউ দিলো, ঢেউ দিলো জল
তুমি কি এখনো ভেজা তোয়ালে অগোছালো রাখো!
গা থেকে পোড়া ছাই ঝরে  যায়
আমার রক্তের পরে নোনাস্রোত
প্রাচীন মুদ্রায় একই মুখ, আনাগোনা
বাকল খসে গেলোশুনছো
ভুলে গেছি  নাম... কীভাবে সন্ধ্যে কাটাতাম
কতদূর গেলে মুছে যায় শোক! বলো!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন