পলকে যে হাওয়া থাকে
যা
শুধু অহেতুক বিরক্ত করে মেঘলা জানালায়
ছিটেফোঁটা
রোদের প্রলেপে ছায়া ক্ষয় পাথর
মাছের
ছায়া পড়ে না গভীর জলের চোখে
পলকে
পালক ওড়ে দীঘিময় হাওয়ার উপর
শক্তি
নেই তত
যা পাওয়ার ছিল সব উড়িয়ে দেওয়া ধুলো
যা পাওয়ার আছে তা রামধনু কন্যার গায়ে
কলকাতা থেকে দূর, পাহাড় ফুরিয়ে যাওয়ার
আগে
মরীচিকা আয়নার হাতে, যারা বরফ পায়
তারাই বোঝে জল কোনোদিন তার চেয়ে বেশি
গলতে পারে না,
যতটা বিদ্যুৎ ধরে রাখলে আকাশ গলে যায়।
রোপণ
কান্নার একফোঁটা বীজ এনে মাটিতে পুঁতলে
দশ মাস পর তারা
ফোয়ারা হয়ে যায়। কিন্তু সে বীজ আমি খুঁজেছি
অনেক স্বপ্নলোকে,
কারণ বাস্তবে কান্না পড়ার সময় তার পেট কেটে
বীজ বের করে আনার মতো ছুরি আমি এখনো
পাই নি
খারিজ
পাশাপাশি বসতে গেলেও এখানে মাঝখানে বৃষ্টি পাঁচিল তোলে
যাদের দেওয়াল নেই তারা এসব বোঝে না...
যাদের ছাদ নেই তারা এসব বোঝে
সব গুলি বেশ ভালো..রোপন টি মন কে বেশি ছুঁলো।
উত্তরমুছুনঅভিষেক ঘোষের কবিতাগুলি অসাধারণ হয়েছে।'রোপণ'এবং 'খারিজ'বিশেষ ভালো লেগেছে।
উত্তরমুছুনমনছোঁয়া লাগলো
উত্তরমুছুনমনছোঁয়া লাগলো
উত্তরমুছুনশেষের দুটো class apart.
উত্তরমুছুনবৃষ্টি নামুক বাতিল বীজ মেলুক ডাল পালা...ভাল লাগলো
উত্তরমুছুনঅভিজিৎ
অপূর্ব সুন্দর
উত্তরমুছুনMon valO Kora kabita...
উত্তরমুছুনভালো লাগলো রোপণ
উত্তরমুছুনpashapashi boshi cholo meghla janalay
উত্তরমুছুনআমি শুধু ভাবি এমন ভাবনারা ভিড় করে কেমন করে মনের গোপন ঘরে .... কিছু বলার নেই, অনবদ্য ।।
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুন