শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

শর্মিষ্ঠা ঘোষ

ওর মতো নয়  

সাদামাটা একদম
কোনো গুণ আছে কিনা কে জানে
দেখিনি বা শুনিনি অন্তত
কাঁপিয়ে দিল আমায়
হাত কেটেছিস, ‘কেন ? কেন ?’
মা বকেছে
পাগলামিতে বিরক্ত মা
বন্ধুর সাথে কথা বন্ধ
হাত কেটেছে মন খারাপ
আদর দিতে গলে গেল
পরত পরত খুলে গেল
অন্য কেউ বন্ধু হোক
যে কথা বলে না সে বন্ধু নয়
আর একটাও বন্ধু নেই যে
কেন? কেন?’
আর কেউ ওর মতোন নয় যে
চেহারায় সাদামাটা
আপাত নির্গুণ বেগুন
সেও ভালোবাসতে জানে এমন!
মুচড়ে উঠছে বুকের মধ্যে
হাতুড়ি পিটছে ওর কথা
আর কেউ ওর মতোন নয় যে
ও হতভাগি তাই জানে না
আর কেউ তোর মতো নয় যে

          
ভালোই

এমন কিছু ব্যাপার তো নয়
থাকলে আছে না থাকলে নেই
দেখলে দেখা না দেখলে সই
ভালোই তবে কাটছে বল?
আমার অকাজ আমার বেকাজ
কেমন করে এসব বুঝি
কেমন করে তল ঠিকানার
তেমন তেমন মর্ম বুঝি?
কেমন করে বেসুর ঠেকাই
কেমন করে উলটো সাধি
ভালোই যখন কাটছে স্বাধীন
নিজের খেয়াল নিজের খুশি

             
যদি  

ছেড়ে দিতে পারি আরও কিছু বাঁচার লোভ
ছেড়ে দিতে পারি ভালোবাসিএই একঘেয়ে ঘ্যানঘ্যান   
যদি পাই 
সুদীর্ঘ প্রাপ্তিক্ষণ এক, তুমিময় ছুঁয়ে থাকা জারিত জীবন
ভোরের স্বপ্ন সত্য হবার বিশ্বাস যদি পাই
হাতের ওপর কবোষ্ণ ছোঁয়া, নরম, ভীরু, অনিশ্চিত
পেলব  তির তিরে কাঁপন, না ফুরনো রোমাঞ্চ
যদি পাই
টলটলে চোখের সরোবরে গর্বিত রাজহংস চলন
নিশ্চিত আশ্রয় এক  নীরব নিভৃত স্বজন
যদি পাই
রাত দিন এক করা তৃষ্ণার্ত অস্তিত্বে টুপটাপ বৃষ্টিপাত
অশ্রু গড়ান গালে এক পরম উষ্ণ লেহন যদি পাই যদি পাই
যদি বল
সেই ক্ষণে মরে যেতে, বেঁচে যাই
যদি বল
সেই ক্ষণে বয়ে যেতে, ভেসে যাই


1 টি মন্তব্য: