সিম্ফনি
লবনাক্ততা ভেঙে দুজন
হয়ে উঠেছি খোলা স্কেচবুক
বয়সের মতো গলে গেছে
লাজুক কথাদের স্তূপ।
মৃতসব সেগুন দরজায়
একদিন বসেছিল পাখি
বিগত হতাশ্বাস তাদের
পড়ে আছে কুঠারে একাকী।
ফায়ারপ্লেসের কাছে রাত
মেলে ধরে স্বজনহীন ক্ষত
নদীটি আজো ঘর পেরোয়
অট্টহাসির মতো।
মেঘলা ছাদে পাতাবাহার
ঝুলে আছে শুনশান
দু’ঘণ্টা দূরে বসে তুমি
নিচ্ছো আমফুলের ঘ্রাণ-
পা মজুদ রেখে মাছের সাঁতারে।
নিরপেক্ষতার ভেতরে
এ জগত সুরপ্রবাহী।
মানুষ ও রঙ
মানুষের মাথার ভেতর আধিভৌতিক শহর।
সে নিজের জুতো নিজে বানাতে পারে না
মুখাপেক্ষী থাকে অজ্ঞাতের,
যাকে সে দেখেনি কোনদিন।
এ জন্মে
ডানা ফেলে এসেছে ভুল করে।
মানুষের মুখে ছায়া পড়ে পাহাড়ের।
সে একদিন বর্তমান থাকে
একদিন হয়ে যায় প্রত্নজল।
ব্যর্থদের ইতিহাস থেকেও উঠে আসে কিছু ভোর
তাকে আলাদা করে চেনা যায় না।
মানুষ রঙ দ্বারা শাসিত নয়
তার ইন্দ্রিয় রঙকে শাসন করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন