প্রশ্নপত্র—উত্তরপত্র
২০ x ১ = ২০
— ‘আমি কী?’
— ‘ইন টার্মস অফ
এগজিসটেন্স, ইট হ্যাজ, ইট হ্যাজ... ইট হ্যাজ ...জানি না’
— ‘একা কী?’ — ‘আমি’
— ‘লেখা কী?’ — ‘ইট ইজ দ্য অ্যাকচুয়াল
স্ট্রাকচার অফ মাই কনশাসনেস’
— ‘লেখা কে?’ — ‘আমি + আমি’
— ‘কবিতা কী?’ — ‘যা আমি বুঝিনি’
— ‘শব্দ কী?’ — ‘যাকে খুঁজতে জিভ তোলপাড় করেছি’
— ‘প্রিয় ছন্দ’ — ‘অপছন্দ’
— ‘মানুষ কী?’ — ‘মাধ্যাকর্ষণকে যে একা ফেলে যেতে চায় না। কখনও চায়।
সঙ্গে নিতে পারে না’
— ‘পুং ও স্ত্রী লিঙ্গের একটি
ক’রে উদাহরণ দাও’ — ‘দাঁড় ও নৌকা।
যথাক্রমে।’
—
‘বিনোদন
কী?’
—
‘মানুষ
মরে গেলেও যেভাবে, সিলিং ফ্যান ঘুরতেই থাকে। হাওয়া দেয়। টিভি
চলতেই থাকে।
মৃতদেহকে এন্টারটেইন ক’রে যায়’
— ‘স্মৃতি কী?’ — ‘যতির আধেয়’
— ‘পুতুল কী?’ — ‘যার গায়ে গ্লোব
রাখলে বোঝা যায় তার কোনও ক্রোধ নেই’
—
‘সময়
কী?’
—
‘যাকে ভেজাতে শিখতে হয়, শৈশব থেকে। কেচে জল নিঙড়ে ছাদে মেলে
রাখতে হয় ক্লীপ এঁটে।
এবং মাঝে মাঝে গিয়ে দেখতে হয় কতটা শুকোলো’
— ‘এখন সারাদিনে আমার সর্বাধিক
কৃত ক্রিয়াটির নাম কী?’
— ‘ক্লিক’
— ‘আয়না কী?’ — ‘এক সম্পূর্ণ
মানুষ নির্মিত অভিসন্ধি’
— ‘প্রেম কী?’ — ‘ইত্যাদি ব’লে
কিছু নেই আর, এখন’
— ‘মৃত্যু কী?’ — ‘জীবনের একাংশ’
— ‘ভারত কী?’ — ‘এশিয়ার একটি
বিখ্যাত স্মৃতির নাম’
— ‘ক্ষমতা কী?’ — ‘একটা ঘন্টার
ফোঁটা ফোঁটা সুর থেকে গড়িয়ে গড়িয়ে পড়া অগ্নিকাণ্ড’
— ‘রাষ্ট্র কী?’ — ‘মোটা দাঁতঅলা
শাদা চিরুনির খোলস’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন