প্রতিবেশী
সাহিত্য
ফ্রান্সিসকো মোরালেস লোমাস-এর কবিতা
(অনুবাদ : জয়া চৌধুরী )
কবি পরিচিতি :
১৯৫০
সালে স্পেনের খায়েন শহরে কবি, গদ্যকার, প্রাবন্ধিক, কলাম্নিস্ট ও গ্রন্থ সমালোচক ফ্রান্সিসকো মোরালেস লোমাসের জন্ম হয়। তিনি
স্পেনের ‘ট্রাঞ্জিশন’
প্রজন্মের সার্থক প্রতিনিধি। তাঁর কবিতা ‘মানুষের
সংহতি’ বা ‘উমানিস্মো সোলিদারিদা’ ধারার প্রচারক। তাঁর নাটকগুলিও অত্যন্ত সমাদৃত।
সেগুলি বর্তমানকালের ‘কানাবলিস্মো দ্রামাতিকো’র
ধারার লেখা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে ‘বাসুরা
দেল কোরাসন’ বা ‘হৃদয়ের আবর্জনা’, ‘এল আগুয়া এন্ত্রে লাস মানোস’ বা ‘হাতের ভেতর জল’ ইত্যাদি। নিচে উদ্ধৃত কবিতাগুলি ‘লা
উলতিমা ইউভিয়া’ বা ‘শেষ বৃষ্টি’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
DESTINO DE SAL (লবণের নিয়তি)
এবং
সমুদ্র তার লবণের নিয়তিকে নিয়ে
এই
বিকেলে নীরবতাকে দীর্ঘায়িত করতে থাকে।
জলের
হৃদয়,
কালো গোলাপ,
মৃত
লাল সোনার চাদর,
লুন্ঠনকারী
ঝড়,
বাতাসের ডানা,
প্রাচীন
ইতিহাসের জনশ্রুতি যেখানে ঘুমোয়।
জলের
স্বপ্ন শেষ হয় তোমার কাছেই,
বিকেলে
আমার দোদুল্যমান শব্দ,
আমার
বুকে লাফিয়ে ওঠা জ্বর।
তুমি, সমুদ্র ও তার লবণের নিয়তি।
OLAS
TURQUESAS DE MAR (নীলকান্তমনি সূর্যের ঢেউ)
এবং
সূর্যের নীলকান্তমণি ঢেউয়েরা
উষ্ণ
বালির অভিযান নিয়ে,
হার
মানা কুমারীরা যারা আকর্ষণ করে
এবং
কুমারী পৃথিবীর বুকে পৌঁছে যায়, কখনও
পিষ্ট
নয় সে পৃথিবী। বালির সোনালি সমুদ্রতীরে
তারা
আবিষ্কার করে দুঃসাহসিক অভিযান
আর
লুকনো খাড়িগুলোর আলোর উল্লম্ব
ঝাপটে
ছড়ায় সুগন্ধি।
তারা
শান্ত উপসাগরে নোঙর ফেলে
বাতিঘরে
তার উঁচু ঢেউ চিকচিক করে।
NÁUFRAGOS EN
EL MISTERIO (রহস্যে জাহাজডুবি)
বরাবর
জাহাজ ডুবি হয় রহস্যে।
অপেক্ষা
করতে করতেই সমুদ্রে
তলিয়ে
যাওয়া চূড়াওয়ালা তাঁবু সুদ্ধু জাহাজ
প্রবাহের
বর্ণচ্ছটা এবং রাতের
নিঃসঙ্গতা
ও তার সমাধি।
মরুদ্যানের
ফলগুলি যারা জলেই
জারিত
হতে থাকে ও বাতাসে জট পাকায়।
উদ্যানগুলির
পোতাশ্রয়ে,
রাতের
বেলা কালো বরফ সাথে নিয়ে
জাহাজটি
আমাদের জন্য অপেক্ষা করতে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন