শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

প্রণব বসুরায়

যদি কোনো 

দীর্ঘ সময় পরে সব ছবি ঝাপসা হয়ে যায়,  
স্মৃতিও কি? এই প্রশ্ন
খুব সন্তর্পণে ঝুলিয়ে দিই
তোমার আরাম-ঘরে, আর
কান পেতে রাখি গোপন ছিদ্রে-
যদি কোনো উত্তর আসে, যদি শীৎকার...

আজ খুব এলোমেলো হাওয়া-বাতাস
আকাশে ভীষণ যুদ্ধ হচ্ছে খুব-
আমাদের গরুগুলো সব ফিরেছে কি?

কান পেতে আছি, মন পেতে থাকি
যদি কোনো উত্তর আসে, যদি শীৎকার...
যাপন চিত্র
গোপন চুম্বন ধায় - অববাহিকায়
গোপন চুম্বন বাজে - নীল বাড়িটায়
গোপন চুম্বন যদি আকাশে হারায়
গোপন চুম্বনে তবে চাঁদ ভিজে যায়
 
গোপন চুম্বন আর গোপন থাকে না
গোপন চুম্বন যেন সব্বার চেনা...


ফাঁকা


বেলা পড়ে এলো, আলো জ্বলে দূরে, ক্ষীণ
তুমি তো আমায় ছেড়ে গেছ বহুদিন-
শুধু মিহি ধূলো মেঝেয় ছড়িয়ে থাকে
উল বুনে যাই সময়ের ফাঁকে ফাঁকে।

উল বোনা বুঝি উঠে গেছে কতকাল
ঘূর্ণি হাওয়ায় ডুবে থাকি, ভেঙে হাল,
দিনের বেলাই রাতের কুহক দেখি
নিশাচর যারা, তাদের সাক্ষী রাখি

আলো জ্বেলে রাখি, ভয় করে খুব একা
আমি ঘেরা থাকি কেবল শূন্য, ফাঁকা...




তবে কেন

কত দূর যাব বলো, কতদূর - নিশীথ সময়ে
ঘুম পোড়াচ্ছি দেখে এই কথা ছলাৎ উঠল...
কালীদহে তান্ত্রিক বসেছে অনুষঙ্গ নিয়ে
যজ্ঞের আগুন - দেখায় নীরব ভৈরবীকে,
খোলা চুল, খোলা বক্ষ উল্কিবিহীন।

এই ক্ষণে তুমি আছ, আছে ভৈরব, আছে
ধোঁয়ার কুন্ডলী মাখা মদিরা বিলাস

এই ফ্রেমে, কোনখানে, আমাকে বসাবে?
তবে কেন ইশারায় ডাকো!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন