শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

দীপ রায়

মেগাপিক্সেল সিরিজের কবিতা

কন্ট্রাস্ট

চব্বিশটি ফিল্টারের চাদর গায়ে
মসৃণ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছ প্রতিনিয়ত
ভার্চুয়াল কলহ ছেড়ে প্রহর গুনেছি 
শুধু একবারটি যদি ঘটিয়ে ফ্যালো
চাঁদের সাথে সেই ভিন্নতম আঁতাত
অপেক্ষার ঘাড় বরাবরই উঁচু
সে যাইহোক, আজ দেখছি
নীরবে হেঁটে নেমে আসছ  
তোমার সারা গায়ে ছোপছোপ শুকনো রক্ত

ফ্ল্যাশ

অবাধ জলরাশির শরীরে পচনশীল সংলাপ
জালের খোপ এড়িয়ে অতলে ঢুকে যাচ্ছে
দৃশ্যত একদল ছোট মাছ
ঢুকে যেতে চাইছে অবিরাম
ছাইরঙা জমির আড়ালে
আমার আঙুলফাঁকের শিরশিরানি...
অগত্যা প্রাণপণে আঁকড়ে ধরার অন্তিম...
একটা বিলম্বিত গতিবেগের অনাবিল ঝিলিক

ব্রাইটনেস

হ্যাঁ ও না এর মাঝামাঝি
যে সরু আঁকাবাঁকা বিস্তার
তার অনুভবে ডুব দিলে
উঠে আসে মুঠো মুঠো সংশোধন তুলো
যেন নিষ্কলঙ্ক হওয়ার প্রয়াসে
সদ্য অস্ত গেছে যে সূর্যটি
তাকে কয়েক মুহূর্ত ফিরে আসার আর্তি
আমাদের কারুকার্যপ্রীতি বড় জীবন্ত
ধুলোঢাকা আসবাব আর
ন্যাকড়াপ্রেমের প্রশ্রয়ে...

হোয়াইট-ব্যালান্স

পাপোশের ওপর দুটো বিচ্ছিন্ন আঁচড় 
তোমার ঘুম কেড়ে নিয়েছে হঠাৎ
তুমি ফন্দি আঁটছ, সুযোগ বুঝে
লাঠির ঘায়ে মোক্ষম শিক্ষায় কাঁটা তুলবে
পা টিপেটিপি এগিয়ে চলেছ তুমি,
আমি আনমনে দেখছি সেই দৃশ্য
আর ইতিহাসে পূর্ণ আস্থা রাখছি
সহজাত প্রবণতা কোনো নিরপেক্ষতা মানে না

ডার্করুম


স্মৃতির নেগেটিভ জুড়ে টাঙিয়ে রাখা
বহু ক্ষয়াটে ফিলামেন্ট
অবরুদ্ধ সড়কপথ ঘুরে বারেবারে চেনা ভুলে
কপালের ফিনকি দিয়ে মিশে যাচ্ছে আর্তনাদ
তবু কেন ফিরে যাও হে, অবুঝ পদার্পণ?
ফিরে গেলেও চোখজুড়ে শুধুই কি ঘুমন্ত বিষপান?
খোঁজো সোনালি সকাল,
ক্লান্তিময় অভিব্যক্তি ভুলে
লং প্রেসের বাটনে অতঃপর তুমি
খোঁজো শুধুই কিছু নিরীহ কচি সবুজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন