শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

মীনাক্ষী মুখোপাধ্যায়

আড়াই পা

দাবাড়ুর ঘোড়া
আড়াই পা
চৈতন্যের সন্ন্যাসপথ
আড়াই পা
তোমার গল্পে
আড়াই পা 
আমি

কিস্তি - ভালো আছি
মাত - সে আমিই করি

বেশ আছি

আছি...
হয়তো পা আড়াই!


আই-ডি সন্ধান...


সাদা পাতায়... পাতার পর পাতা আঁচড় কাটছি। ক্রেয়নের দাগে ঘাসফুল অণুঅঙ্গ পায় নি। দীর্ঘ নি:শ্বাসের প্রতিটি স্টোকে একটা নাম... শব্দ কয়েকটা ধ্বনির মিলিত রূপ ধ্বনির মিলন রূপ পেয়েছে। ক্রেয়ন লাগা আঙ্গুল বর্ণ পাচ্ছে লাল নীল হলুদ...  মন বর্ণহীন। একটা রং ছুঁয়ে দিল না মনের খাতা। সিগারেটের ধোঁয়ায় নিকোটিন বড় কম হয়ে উঠেছে। আট পয়েন্ট তিন সেকেণ্ডে সূর্য পৌঁছে গেছে, অথচ আমি পাইনি সূর্যকে। অনুঘটক তুলে নিয়েছি হাতে। ফোটন কণার থেকে বের হয়ে আসছে অজস্র ইলেকট্রন চারিদিকে ঘুরছে। আমি মনোলগ করছি শিরা উপশিরাহীন গল্পের। শুনতে পাচ্ছিমানুষ তোমরা। মানুষের ধর্ম হয়, নিয়ম হয় কণার তথাকথিত ধর্ম জানা হয় না - জলকণা, ধূলিকণা মিশ্রণ মুক্ত রমণধাতু... আমি অনুঘটক হাতে প্রকটিতকরণের আই ডি সন্ধান করছি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন