মাটির কলসি
কচি লাউডগা বুলবুল দোয়েল
মেঠো ইঁদুর মাটির গন্ধে
শিকড়ে পাখি মাটির কলসি
ঘূর্ণাবর্ত মায়াপ্রলেপ
জয়গান।
কর্মযজ্ঞ-বন্ধন
নতজানু প্রকৃতিসত্তা
কঞ্চিবেড়া কাচপোকা কাগজি
লেবুপাতায়।
কলমিলতা ধানখেত তুলির আঁচড়
আত্মমগ্ন অভিজ্ঞান
পুরাতত্ত্ব প্রজ্ঞায়
মুখোমুখি দাঁড়িয়ে এ পারাপার।
শিলাস্তর
শবাধারে ফুলস্তবক
মগ্ন-চৈতন্য-প্রলেপ
আলোছায়া অন্ধকার শ্যাওলায়
বাঁধা মুখ
ইতিহাস ও সমাজচেতনা
ডায়েরি সাদা পাতা ফুল
জ্যোৎস্নারাত।
সযত্ন রক্ষিত শূন্যতা
পূর্ণতার প্রত্যয়
ধুলোবালির উদাস নয়ন গভীর স্তব্ধতায়।
অবরুদ্ধ কন্ঠস্বর
তীব্র অভিঘাত
সাদা পাথরের সিঁড়ি ধরে
জীবন প্রদীপ জগৎ সৃজন প্রেম
আত্মবোধ।
কোটি কোটি বছর
পৃথিবীর বুকে
শিলাস্তর জীবাশ্ম বিবর্তন
ফার্ন প্রাচীরগাত্রে।
টান-টান নীলশাড়ি
দিনের আলোয় মুছে গেল পথ
বাড়ির নম্বরও
অতল সমুদ্র ডুবসাঁতার ঢেউ।
লতানে গাছে গুচ্ছ গুচ্ছ ফুল
নাম-না-জানা
ছদ্মবেশী দরজা জানালা মেঝের
কারুকাজ
সজল মাটি ঘাসগুল্ম টান টান
নীলশাড়ি
বিস্তৃত আকাশ হাতছানি
ভাসমান সাদামেঘ।
সেই পুরনো খেলা পুরস্কার
অথবা শাস্তি রাত্রির অন্ধকারে
দাউ দাউ আগুন
নদীর গতিপথে রংবেরঙের পাথর
তারার আলোপথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন