কেন এমন
দু’চার লাইন লিখব বলে আঙুল চালাই
আঙুল কিন্তু কন্ট্রোলে নেই, রুক্ষ মেজাজ
ভেবেই পাই না কেন এমন টপসিটার্ভি!
এমন তো নয়, সবই আমার ভুলের মাসুল?
জীবন দিয়ে জীবন গাঁথার সুকৌশলে
হারতে হারতে লুকিয়ে পরি জয়ীর জামা...
তোমরা কিছুই বুঝছো না হে
মেতে আছ রঙ্গ রসে, ফুলের তোড়ায়
কেন যতেক যন্ত্রণা যে আমায় পোড়ায়!
সব কিছুকে লোপাট দিতে
হয়তো আমি ঘর জ্বালাবো
নদীর কাছে শান্ত হয়ে
শেষ বিকেলে চিতায় শোব...
আঙুল কিন্তু কন্ট্রোলে নেই, রুক্ষ মেজাজ
ভেবেই পাই না কেন এমন টপসিটার্ভি!
এমন তো নয়, সবই আমার ভুলের মাসুল?
জীবন দিয়ে জীবন গাঁথার সুকৌশলে
হারতে হারতে লুকিয়ে পরি জয়ীর জামা...
তোমরা কিছুই বুঝছো না হে
মেতে আছ রঙ্গ রসে, ফুলের তোড়ায়
কেন যতেক যন্ত্রণা যে আমায় পোড়ায়!
সব কিছুকে লোপাট দিতে
হয়তো আমি ঘর জ্বালাবো
নদীর কাছে শান্ত হয়ে
শেষ বিকেলে চিতায় শোব...
ব্যবস্থা
যে ব্যবস্থায় এই দূরত্ব, তার দায় আমার
নয়
ঐ বিভাজিকা তুচ্ছ করে আমি সোফায় বসি
ফ্রিজ খুলে পানীয়...
ঐ বিভাজিকা তুচ্ছ করে আমি সোফায় বসি
ফ্রিজ খুলে পানীয়...
ঠিক সে সময়েই তুমি রান্নায় ব্যস্ত থাকো
সে রান্না নিজের রক্তজাতকের জন্য
সুবাস সতর্ক হলেও চঞ্চল করে আবহ
সে রান্না নিজের রক্তজাতকের জন্য
সুবাস সতর্ক হলেও চঞ্চল করে আবহ
চাঁদের সাগরে সন্তরণ উপভোগ করি
সে কথা জেনে গেছ খুব, আর দেখি
চাঁপার পাপড়িতে নিজেকে মুড়েছো, আলগা
সে কথা জেনে গেছ খুব, আর দেখি
চাঁপার পাপড়িতে নিজেকে মুড়েছো, আলগা
রক্ষা আয়োজনে ঘুণ ধরে
যায় যথা
লোহার বাসর লবণাক্ত হলে ধ্বসে পড়ে
কোনো ব্যবস্থাই মেরামতিতে সক্ষম হয় না...
লোহার বাসর লবণাক্ত হলে ধ্বসে পড়ে
কোনো ব্যবস্থাই মেরামতিতে সক্ষম হয় না...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন