বিষাক্ত বমি ও ভালোবাসা
বিষাক্ত বমি ছড়িয়ে গিয়েছে আকাশে বাতাসে
তবু জয়ধ্বনি বাজে চারিদিকে, ফেটে পড়ে সব উল্লাসে,
কিছু চেষ্টা, কিছু উপকার, কিছু সত্য পরিবর্তন
নইলে মানুষ থাকত কি আর-
তোমার পাশেই এতক্ষণ?
অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন
হয়নি সেসব সত্যি,
তবু কোথাও আশার আলো
কেটেছে খানিক রাত্রি!
জনতার কাছে নেই আর কোনো নতুন আলোর দিশা,
তাই বিষাক্ত বমি সহ্য করেও দিচ্ছে ভালোবাসা!
মায়াবী চোখের শহর
কিছু কবিতা
তো হেঁটে বেড়ায়
সন্ধ্যে হলেই
রাস্তায়,
মায়াবী চোখেরা
লুকিয়ে থাকে
প্রেম যায়
না কেনা সস্তায়
ল্যাম্পপোস্টদেরও
ডানা থাকে
তারা উড়ে
বেড়ায় মাঝরাতে,
রাস্তাগুলোও
উদাসী হয়
তুমি রাখলে
হাত আমার হাতে
হলুদ আলোতে
ছোপ লেগে থাকে
নষ্ট মাখানো
অন্ধকার,
এসব রঙ তো
কাজল হয়ে
চোখ ঘিরে
থাকে প্রেমিকার
সংখ্যা শব্দ
পালটাতে থাকে
হোডিং, দেওয়াল, এলইডি-স্ক্রীন,
বন্ধু তোমার
পেলাম না দেখা
যদিও বাড়ি
গেলাম তিনদিন
কবিতা নিয়ে
কিছু কবি বেরোয়
একা একা ফাঁকা
রাস্তায়,
মায়াবী চোখেরা
লুকিয়ে থাকে
প্রেম যায়
না কেনা সস্তায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন