প্রেমের কালি
প্যাঁচানো স্প্রিংয়ে
দুই আঙুলের প্রেম ছিটকে যাবেই-
তবু শিস স্প্রিংয়ের বলয়ে,
শব্দ আঁকে মেঘেদের গায়ে
রামধনু...
বলাকারা উড়ে যায়...
ময়ূর পেখম মেলে নাচে...
তুমি বৃষ্টিকুঁচি
আমি অনুভূতি।
পায়ের নিচের জলধারা সরে গেলে
নূপুরেতে কাদা-বালি স্পষ্ট হবেই-
প্যাঁচানো আঙুল খুলে গেলে
স্বাভাবিক হয় স্প্রিং।
ঢেউ ফিরে গেলে নোনতা পরিচয়ে,
সৈকতও না-রিদিম ডাইরীর পাতায়-
প্রেম শুধু নয়, ধূ ধূ গর্জন,
শিসের কালি ফুরাবেই একদিন!
প্যাঁচানো স্প্রিংয়ে
দুই আঙুলের প্রেম ছিটকে যাবেই-
তবু শিস স্প্রিংয়ের বলয়ে,
শব্দ আঁকে মেঘেদের গায়ে
রামধনু...
বলাকারা উড়ে যায়...
ময়ূর পেখম মেলে নাচে...
তুমি বৃষ্টিকুঁচি
আমি অনুভূতি।
পায়ের নিচের জলধারা সরে গেলে
নূপুরেতে কাদা-বালি স্পষ্ট হবেই-
প্যাঁচানো আঙুল খুলে গেলে
স্বাভাবিক হয় স্প্রিং।
ঢেউ ফিরে গেলে নোনতা পরিচয়ে,
সৈকতও না-রিদিম ডাইরীর পাতায়-
প্রেম শুধু নয়, ধূ ধূ গর্জন,
শিসের কালি ফুরাবেই একদিন!
তবু তুমি
ব্লেড দিয়ে মেঘ কাটি
সেফটিফিন বিঁধি বইয়েতে...
তবু তুমি
খিলখিলিয়ে ওঠো খইয়ের মতো!
চৌদলে শব হেঁটে যায়...
অধরা।
তবু পেছু পেছু...
তবু তুমি
আঁতুড়ের ঠিকানাহীন আমার সর্বনাম।
শৈশবের লুকোচুরি আর খেলনাবাটি
আজও...
তবু তুমি জলীয়বাষ্প বাতাসে;
শ্বাসে-প্রশ্বাসের মরচেতে ক্ষয় রঙ ...
ব্লেড দিয়ে মেঘ কাটি
সেফটিফিন বিঁধি বইয়েতে...
তবু তুমি
হ্যারিকেন হয়ে ওঠো;
যত আলো কালিতে কাঁচ ততটাই তোমার ওম্।
ব্লেড দিয়ে মেঘ কাটি
সেফটিফিন বিঁধি বইয়েতে...
তবু তুমি
খিলখিলিয়ে ওঠো খইয়ের মতো!
চৌদলে শব হেঁটে যায়...
অধরা।
তবু পেছু পেছু...
তবু তুমি
আঁতুড়ের ঠিকানাহীন আমার সর্বনাম।
শৈশবের লুকোচুরি আর খেলনাবাটি
আজও...
তবু তুমি জলীয়বাষ্প বাতাসে;
শ্বাসে-প্রশ্বাসের মরচেতে ক্ষয় রঙ ...
ব্লেড দিয়ে মেঘ কাটি
সেফটিফিন বিঁধি বইয়েতে...
তবু তুমি
হ্যারিকেন হয়ে ওঠো;
যত আলো কালিতে কাঁচ ততটাই তোমার ওম্।
উত্তরের খোঁজে
মাকড়সারা পথ অবরোধ করে।
এমন যদি হয়?
সাপেরা বিশ্বাসী হচ্ছে ক্রমশ...
এমন যদি হয়?
ধুয়ার আগুন নিভে যাচ্ছে...
এমন যদি হয়?
বন্যতার কনডম খুলে দিয়েছ।
এমন যদি হয়?
মানুষের পা থেকে পৃথিবী সরে মহাশূন্যতা।
এমন যদি হয়?
পিঁপড়ের মিছিলে মুঠো হাত।
এমন যদি হয়?
যদির চোখে চন্দন-তুলসীপাতা পড়ে
নির্বাক। শোক। ...
পৃথিবীর গভীরে ম্যাগমা আজও সত্,
প্রশ্নরা অগ্নিগর্ভ-
গাছের শিকড়ে আঁধার হয়ে আছে
কোন সে উত্তর?
মাকড়সারা পথ অবরোধ করে।
এমন যদি হয়?
সাপেরা বিশ্বাসী হচ্ছে ক্রমশ...
এমন যদি হয়?
ধুয়ার আগুন নিভে যাচ্ছে...
এমন যদি হয়?
বন্যতার কনডম খুলে দিয়েছ।
এমন যদি হয়?
মানুষের পা থেকে পৃথিবী সরে মহাশূন্যতা।
এমন যদি হয়?
পিঁপড়ের মিছিলে মুঠো হাত।
এমন যদি হয়?
যদির চোখে চন্দন-তুলসীপাতা পড়ে
নির্বাক। শোক। ...
পৃথিবীর গভীরে ম্যাগমা আজও সত্,
প্রশ্নরা অগ্নিগর্ভ-
গাছের শিকড়ে আঁধার হয়ে আছে
কোন সে উত্তর?
স্তব্ধতা
স্তব্ধতা
লম্বের মতো কোনো গাছ-
কাঠুরিয়া শাখা-প্রশাখা কেটে নেয়,
এক এক করে খুলে পড়ে পোশাক
উলঙ্গ উত্সবে...
স্তব্ধতা
লম্বের মতো মোমবাতি-
গলে যেতে যেতে ডেকে নেয় আঁধার,
শিখা নিভলে মাটিতে পোড়া দাগ
মৃত্যু উত্সবে...
স্তব্ধতা
লম্বের মতো দরজির সূঁচ-
সেলাইয়ের অজুহাতে বেঁধে হৃত্পিণ্ড,
গোগ্রাসে মেনে নেওয়া ধমনীর ধুকপুক...
নির্বাক উত্সবে...
স্তব্ধতা
লম্বের মতো উত্সব-
আসা-যাওয়ার মাঝে কিছু উচ্ছ্বৃষ্ট বড়নে,
কিছু নতুন ইতিহাসে সাক্ষী আমরা কুকুর
ঘেয়ো কুত্তার রবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন