সোমবার, ২৩ মে, ২০১৬

প্রশান্ত গুহমজুমদার

সুদূরের বাতাস 

কি কথা ছিল
কথা ছিল কী
সামান্য পরিচর্যা  
সেখানেও অভিপ্রায়!
শব্দ থেকে শব্দই তো!
গড়িয়ে যাওয়ার এই খেলা থেকেও
পশ্চাদপসরণ
সুদূরের বাতাস তুমি টের পাও?
সেখানেও কি এপাড় ওপাড়?

লক্ষ্য কর
এই চরাচরে এখন কিন্তু গড়িয়ে যাচ্ছে শব্দ



গল্পসরণি

বিরহ থেকে এই লেপ।
সমূহ কি জানি?
মৌমাছি জানে?
সিমেট্রির ঘাস এমন জেনেই
একা হয়ে আছে
হলুদ পাখি।
কালোসব আনন্দে লীন
চূড়াগুলি কিছু চোখে
কিছু ধুলোধুলো, অতীতের
ওই ওম, আহা স্তনের সবটুকু ধারণ করেছে একদিন
নতুবা এমন কেন আনন্দের গল্পসরণি খুলে যায়!  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন