গল্পটা আজও চলছে...
রাস্তার ধারে জ্বলছে আগুন
পুড়ছে ধূলো, উড়ছে চুল
শুকনো পাতা আর ছেঁড়া কম্বলের ভিড়ে ঝলসে যাচ্ছে প্রাত্যহিক জীবন।
নুন তেল চাল ডাল ছেড়ে
এখন গল্প শুনব। একটা প্রেমের গল্প-
তুমি শুনবে? অচিনপুরের রাজপুত্রের গল্প? অথবা রাজকন্যার! অন্ধকারে বিছিয়ে দীর্ঘ কালো চুল,
তুমি উঠে এসেছিলে দোতলার ঘরে:
গল্পটা শেষ হয়নি আজো...
পুড়ছে ধূলো, উড়ছে চুল
শুকনো পাতা আর ছেঁড়া কম্বলের ভিড়ে ঝলসে যাচ্ছে প্রাত্যহিক জীবন।
নুন তেল চাল ডাল ছেড়ে
এখন গল্প শুনব। একটা প্রেমের গল্প-
তুমি শুনবে? অচিনপুরের রাজপুত্রের গল্প? অথবা রাজকন্যার! অন্ধকারে বিছিয়ে দীর্ঘ কালো চুল,
তুমি উঠে এসেছিলে দোতলার ঘরে:
গল্পটা শেষ হয়নি আজো...
ভালোবাসা কি মরে না কি পোড়ে
লেলিহান শিখায় কি ছাই হয় প্রেম
উত্তাপ কি ছুঁয়ে যায় তোমায়?
লেলিহান শিখায় কি ছাই হয় প্রেম
উত্তাপ কি ছুঁয়ে যায় তোমায়?
উড়ালপুলে থমকে থাকা সিগন্যাল।
তোমাকে খুঁজছি
বাসে চড়তে পারি না আর-
কেমন হতো হঠাৎ গাড়ির দরজা খুলে
নেমে এলে... হাত ধরলে...
তারপর মুখোমুখি বসে - তুমি আর কলকাতার বনলতা সেন!
গল্পটা আজও চলছে...
তোমাকে খুঁজছি
বাসে চড়তে পারি না আর-
কেমন হতো হঠাৎ গাড়ির দরজা খুলে
নেমে এলে... হাত ধরলে...
তারপর মুখোমুখি বসে - তুমি আর কলকাতার বনলতা সেন!
গল্পটা আজও চলছে...
তুমি আসছ বলে...
অনন্ত কাল ধরে তুমি আসছ
দু’পায়ে মাড়িয়ে রাগ অভিমান গ্লানি
উড়ছে ধূলো পুড়ছে বিষাদ
তুমি আসছ
তুমি আসছ বলে আকাশ মেঘলা
বৃষ্টি এখনো নামেনি
নদীতে প্লাবন, তাও দুকূল ভাসেনি
তুমি আসছ
তুমি আসছ বলে আমার কথারা
শব্দহারা, শুধুই আঁক টানছি
বইয়ের মাঝে দিশেহারা মন
অক্ষর হাতড়ে ফিরছি
তুমি আসছ
তুমি আসছ বলে কাজল নয়না
কাজল বিহীন, আরশী দেখতে ভুলেছে
এলোমেলো চুল, ভ্রমর যত জুটেছে
তুমি আসছ বলে
তুমি আসছ বলে ওড়নার ভাঁজে
লুকিয়ে রেখেছি অমৃত
চন্দন বেঁটে রেখেছি
তুমি আসছ বলে...
দু’পায়ে মাড়িয়ে রাগ অভিমান গ্লানি
উড়ছে ধূলো পুড়ছে বিষাদ
তুমি আসছ
তুমি আসছ বলে আকাশ মেঘলা
বৃষ্টি এখনো নামেনি
নদীতে প্লাবন, তাও দুকূল ভাসেনি
তুমি আসছ
তুমি আসছ বলে আমার কথারা
শব্দহারা, শুধুই আঁক টানছি
বইয়ের মাঝে দিশেহারা মন
অক্ষর হাতড়ে ফিরছি
তুমি আসছ
তুমি আসছ বলে কাজল নয়না
কাজল বিহীন, আরশী দেখতে ভুলেছে
এলোমেলো চুল, ভ্রমর যত জুটেছে
তুমি আসছ বলে
তুমি আসছ বলে ওড়নার ভাঁজে
লুকিয়ে রেখেছি অমৃত
চন্দন বেঁটে রেখেছি
তুমি আসছ বলে...
তুমি এস
তৃষ্ণার্ত এ শরীরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন