বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

মনিরুদ্দিন খান

ঘুঙুর

পুতুল খেলার দিনগুলি 
ভেসে গেছে আমাদের
           রূপবান স্রোতে
আজ এই নগ্ন নির্জনে
বাতাসের বুকে কান পাতি
ঝুম্ ঝুম্ ঝুম্ ঝুম্
ঝুমুর ঝুমুর ঝুম্ ঝুম্
আজও বেজে ওঠে সেই কিশোরী ঘুঙুর
ময়ূরাক্ষী নদীটির পায়ে

      
পরীকথা

তোমার শরীর জুড়ে
দেবদারু ছায়া
বিহ্বল ঘুমের ভিতরে 
শুয়ে আছে
       যৌবনের মগ্ন যাদুঘরে 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন