বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ


(৬১)    

বনে বনে আজ বনসাইয়ের ত্রৈমাসিক মেলা
এত বনসাই এত বনসাই উত্তর ঔপনিবেশিক এত বনসাই
ছাদে কোনো মেঘ নেই
মেঘদূত নেই আকাশেও
কী কথা যে কানে কানে এই মধ্য দুপুরে
তবু দেখা হলো না তনিমার পায়ের উল্কি
বোঝা হলো না বোসপুকুরের আদিমতা
কলাবাজ কখন যে হামলে পড়ল কলাবতীর জঙ্ঘায়


(৬২)   

বীর্যবান যারা তারা আজ বীর্যদান করেছে অকাতরে
হলুদ বনের মল্লিকা সবুজ বনের অম্বিকা
সারান্ডা বনের নীহারিকা
গান তো আছেই সমাপিকায়
গানের সঙ্গে তান
বতরু বলল বাপ আজি আসে নাই গো ঘরে
আজ আসে নাই কাল আসে নাই পরশু আসে নাই
দল্মা থেকে হাতি নেমে আসে ভোজন প্রত্যাশায় 

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন