সমপর্ণ
রোদ এসে জানালার ধারে বসতেই
অশৌচের ভিতর থেকে বেরিয়ে আসতে থাকি
ভিতরে ঝিমিয়ে থাকা ডালপালাগুলি
শিকড়ে টান মারে, নাড়ির টান
পাড়া প্রতিবেশির মৌন উচ্চারণে কান্নার শব্দগুলি
মিলিয়ে যায় জলতরঙ্গে
আগুন নিভে যেতেই ফাটা পায়ের বোবা রঙে হেমন্ত কাঁপন
নির্বিকার জনপথ
মৃত্যুর উপর শিশিরের ফোঁটাগুলি ছড়াতে থাকে
সূর্যমন্ত্র
অতঃপর ঝাঁক ঝাঁক পাখি উন্মুক্ত, উদার
প্রিয় সমর্পণ
আলো ছুঁয়েছে আমার চোখ
এবং কান্না চলে যাওয়ার পেছনেও
রোদ রোদ লবণ স্বাদের সমুদ্র ঢেউ
আঘাতে আঘাতে জ্বলছে লোমকুপ
মুখ গুঁজে খুঁড়ে চলেছি বালি, তৃষ্ণা
ভয়ের কম্পমান শীতলতাগুলি
পদচিহ্নের খাঁজ বরাবর ফিনিক্স জল
রাত্রি ভেদ করে আমি মগ্ন ভারত
মাঠ নদী জলার নিদ্রাহীনতার পাশে
বৃক্ষের অনুচ্চারিত সবুজ
রোদ এসে জানালার ধারে বসতেই
অশৌচের ভিতর থেকে বেরিয়ে আসতে থাকি
ভিতরে ঝিমিয়ে থাকা ডালপালাগুলি
শিকড়ে টান মারে, নাড়ির টান
পাড়া প্রতিবেশির মৌন উচ্চারণে কান্নার শব্দগুলি
মিলিয়ে যায় জলতরঙ্গে
আগুন নিভে যেতেই ফাটা পায়ের বোবা রঙে হেমন্ত কাঁপন
নির্বিকার জনপথ
মৃত্যুর উপর শিশিরের ফোঁটাগুলি ছড়াতে থাকে
সূর্যমন্ত্র
অতঃপর ঝাঁক ঝাঁক পাখি উন্মুক্ত, উদার
প্রিয় সমর্পণ
আলো ছুঁয়েছে আমার চোখ
এবং কান্না চলে যাওয়ার পেছনেও
রোদ রোদ লবণ স্বাদের সমুদ্র ঢেউ
আঘাতে আঘাতে জ্বলছে লোমকুপ
মুখ গুঁজে খুঁড়ে চলেছি বালি, তৃষ্ণা
ভয়ের কম্পমান শীতলতাগুলি
পদচিহ্নের খাঁজ বরাবর ফিনিক্স জল
রাত্রি ভেদ করে আমি মগ্ন ভারত
মাঠ নদী জলার নিদ্রাহীনতার পাশে
বৃক্ষের অনুচ্চারিত সবুজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন