শনিবার, ২২ আগস্ট, ২০১৫

আনিস পারভেজ

উপলব্ধি ১

কী যেন হয়ে গেল
কায়া ছেড়ে ছায়া হারিয়ে গেল
মন থেকে শরীর।
অথচ এরকম ছিল না
মানুষে পাখিতে গান হতো
বৃক্ষে মানুষে ছিল একাকার।
দেবতা আর আমার মধ্যে কেমন দূরত্ব হয়ে গেল

উপলব্ধি ২

চারপাশের আবর্জনায় আজকাল নিজেকে দীর্ণ মনে হয়
হুঙ্কার বেসাতি আর মানব জঞ্জাল এই তো পরিতি।
তাই আর নিরর্থক উচ্চারণ নয়
নয় চুড়ি ভেঙ্গে অযথাই সময় ক্ষয়
এবার আমি শুধুই নিজের গান গাইব
টোটেম ট্যাবুতে ফিরে যাবার পালা এখন


উপলব্ধি ৩


মনে হয় অন্য কোনো পৃথিবী
মৃত্যুর স্বাদ যেখানে আত্মাকে প্রশান্তি দেয়
মানব হেঁটে যায়, পার হয়
এ পৃথিবী থেকে অন্য পৃথিবীর দিকে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন