রবিবার, ১৪ জুন, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

ঝিনুকের খোলা আর উল্কার কাহিনী 






ঝিনুকের খোলা আর। উল্কার কাহিনী
এতদিন পর হলোনতুন পুরোনো হলো না
বিচলিত দুধ। যথা। স্টোভের উপরে ভিতরে
চুঁয়ে যায়। মাটি হয়। সরবে। মেঝেতে
লাল চোখে ঢুকে যায় শাদা খরগোস
বাঁচানোর লোক খোঁজে। পোষা হয়ে যায়
অবেলার সকালের বমি তার তীব্রতার সবেলার চেয়ে
অঢালে গড়িয়ে যেতে। বেশ ভালোবাসে
সামান্য গড়ানে কত গান কত হাসি
নিয়মিত। ৩ ফোঁটা নয়নের জল
ঝিনুকের ভোরআর উল্কার বিকাল
কী যেন সমাপ্ত কোথায় হলোপড়ে রয়ে গেল

1 টি মন্তব্য:

  1. এক শূন্যতার ভেতর পাক খেতে খেতে কিছু যেন ধরার চেষ্টা করলাম। কিন্তু ধরতে পারলাম না।

    উত্তরমুছুন