শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

প্রতীক কাঞ্জিলাল

অস্থির


দুরন্ত দৌরাত্মে ঝড় এসে বলে যায়
এ পৃথিবীতে, এ প্রকৃতিতে স্থির বলে কিছু নেই। 
বিচলিত আমি। বিচলিত তুমি। বিচলিত। তারপর...
প্রতিটা সম্পর্কে একজনই জেতে। আরেকজন!
কোন মৌচাকে কতটা মধু ভরা থাকে
খোঁজ রাখে কেউ কেউ,
কতটা ঈর্ষা অবুঝ গোলাপে, কার মনে কার দেহ...
বোঝা যায় না যুক্তিতে, থাকে অনুভূতির ওপর
থমকে যাওয়া আর প্রবল গতিতে মিল আছে বিস্তর।
কালো নিকষ রাত্রিতে যেমন ফ্যাকাশে রঙ পাই 
গেলাসে রাখা জল যেভাবে ধীরে ধীরে উবে যায়
আমি ভাবি। তুমি ভাব। আর কতটা? এর শেষ কোথায়?
তখন ঝড় এসে বলে যায়...
এ পৃথিবীতে, এ প্রকৃতিতে স্থির বলে কিছু নেই।



অঝোর


ঝড়ের সামনে প্রশ্ন ফেলে দেখ
শুরুর আগেই শব্দ যাবে উড়ে
উত্তর তুমি নিজেই বানিয়ে রেখো
সব যাবে গুলিয়ে হৃদ-ধুকপুকানি জোরে

ঝড়ের সামনে হৃদয় বাড়িয়ে দেখ
ভেসে যাবে দিয়ে দূর-দূরান্ত ফাঁকি,
শূন্য তখন ভাবনা, ভরবেগও
বুঝবে শুধু ভালোবাসাটাই বাকি

ঝড়কে কখনও ভালোবাসা দিয়ে দেখ
সেও তোমায় ভালোবাসা ফেরত দেবে
ছিঁড়ে যাওয়া ফুলের যন্ত্রণা, উদ্বেগও
ভাঙ্গা পাখির বাসার ছবি এঁকে

ঝড়কে তখন অভিশাপ দিয়ে দেখ
শান্ত প্রকৃতি। সব নিষ্পাপ পরপর।
আকাশে নির্মল হাসি, স্বপ্নভরা মেঘও
শুধু ভেতরে তোমার বইছে প্রবল ঝড়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন