সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

০৩) বিতস্তা ঘোষাল



বিতস্তা ঘোষাল


দুটি কবিতা

(১)
নীরবতা আকাশ ছুঁয়েছে
তুমি ছুঁয়েছ মাটি  
আমি বন্ধুর খোঁজে হেঁটেছি...

অন্ধকার গ্লোসাইন জ্বলে
তার নিচে বসে তুমি,
আমি শুধু দূর থেকে দেখেছি...

রাত্রি এখন গাছের পাতায়
ঘুমিয়ে গেছে তারারা,
মলিন চাঁদ পথ ভুলেছে...

আমার চারধারে কেবল শূন্যতা।



(২)
এ আকাশ সত্য হলে
তুমিও সত্য, আমিও
এ মাটি মিথ্যে হলে
তুমিও মিথ্যে, আমিও

তোমার পুণ্যে আমার পুণ্য
তোমার পাপে পাপী
আমার সতীত্বে তুমি জড়িয়ে আছ
তোমার গোপন ব্যথার আমি সমব্যথী

তারপরেও তুমি মুক্তি খুঁজলে
আমি শৃঙ্খল ভাঙতে রাজি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন