সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

২৫) নীতা বিশ্বাস



নীতা বিশ্বাস

দাঁড়িয়ে আছি
সুজলা সবুজে
নষ্ট সময়ের দাগ এলো
দাঁড়িয়ে আছি উঠোনের বাইরে

ঈশ্বরের শুধু পুরুষাঙ্গ আছে
ঈশ্বর তাই নপুংসক

ঈশ্বর
    নপুংসক


বাজা রে শব্দবীণ  
তুমুল লেগেছে ধুম
ডানাও বেরোলো, চল
কুয়াশায় ভালোবাসা উড়ি
পিছুটান রাখি কাক-স্নেহে

বাসাবাড়ি? আঠা লেগে যাবে
কাঁটা-বেড়া ভেঙে দিচ্ছে ঠোঁট

আজ রাত
       রোজ রাত
              কাটাবো
                   শব্দবিতানে
                                         
কত রাত
       সব রাত
              দিনরাত
                    পতন্ত্রী ক্যাশিনো


চল চলি মহুয়া বাজারে
বাজা রে শব্দবীণ
           সুর পাল্টাই দূরবীনে...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন