সম্পাদকীয়
গত আগষ্ট মাসে প্রয়াত
কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৯তম জন্মদিন ছিল। কিশোর কবির বয়স কখন যে গড়িয়ে গড়িয়ে
৯০এর কোঠায় এসে দাঁড়িয়েছে, তা অনেকেই হয়তো খেয়াল করেননি। কিন্তু সময় বড় নির্মম। সে
নিজের খেয়ালে চলে, কারও তোয়াক্কা করে না। আমাদের প্রিয়জনেরা এভাবেই নবীন থেকে প্রবীণ
হয়ে ক্রমশ বৃদ্ধ থেকে অতিবৃদ্ধ হতে থাকেন, তা তিনি জীবিত থাকুন বা প্রয়াত। কিন্তু
কথা হচ্ছে, হঠাৎ কেন এই সুকান্ত স্মরণ! প্রাসঙ্গিকতাই বা কী! আসলে সুকান্ত আমাদের
সবার কৈশোরের প্রতিনিধিত্ব আজও করে চলেছেন। কৈশোরে পা দিয়ে যখন নতুন জগৎ ও
সমাজব্যবস্থা সম্পর্কে কৌতূহল জাগে, তখন সুকান্তর কবিতা আমাদের প্রথম
ব্যক্তিসত্ত্বা থেকে সমষ্টিসত্ত্বার দিকে চোখ মেলে তাকাতে সাহায্য করে, প্রেরণা
যোগায়। বলা বাহুল্য, কৈশোরে আমরা প্রায় সবাই সুকান্তর কবিতার আলোকে সাম্যবাদ তথা
মহাজীবনের প্রতি আকৃষ্ট হয়েছি। আবার কৈশোর থেকে যৌবনে পা দিয়ে সুকান্তর কবিতায়
প্রথম যৌবনের প্রাণচাঞ্চল্যে আন্দোলিত হয়েছি। তারুণ্যের অফুরন্ত আবেগ, উদ্দীপনা,
দুঃসাহস, দায়বদ্ধতা, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ ত্যাগ,
পরার্থপরতা এবং দুর্দমনীয় স্বপ্নে জীবনকে পরিচালিত করতে চেয়েছি। সুকান্ত তাই
আমাদের যৌবনেরও কবি। এবং সুকান্তর কবিতা এভাবেই ধারাবাহিকভাবে কিশোর ও তরুণ মনে
ক্রিয়া করে চলেছে এবং আগামী দিনেও করবে। আর তাই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার
প্রসঙ্গিকতা তাঁর মৃত্যুর পরেও শেষ হয়ে যায়নি, বরং চিরদিনই থেকে যাবে। আবার অন্যদিকে যদিও আমাদের দেহের বয়স
বেড়েই চলেছে, সাংসারিক বিভিন্ন ঘাত প্রতিঘাতে বিপর্যস্ত হয়ে পড়ছি; তাসত্ত্বেও মনের
কোন্ গহনে থেকে গেছে টাটকা সুরভিত বাতাস,
কিছু তাজা প্রাণচাঞ্চল্য; স্বপ্ন দেখি এই ঘুণধরা সমাজব্যবস্থার আমূল পরিবর্তনের, আকাঙ্ক্ষা করি এক নতুন পৃথিবীর
মানচিত্রের। আর এই প্রাসঙ্গিকতাতেও কবি সুকান্ত এক এবং অদ্বিতীয়।
‘কালিমাটি অনলাইন’
ব্লগজিনের ১৯তম সংখ্যা প্রকাশিত হলো। এই সংখ্যা থেকে আমরা একটি নতুন বিভাগ শুরু
করলাম – ‘প্রতিবেশী সাহিত্য’। এটা কোনো নতুন ব্যাপার নয়। আর এটাও উল্লেখ করা
বাহুল্য যে, বাংলা ভাষা ও সাহিত্য চর্চার পাশাপাশি আমাদের চর্চা করা একান্ত জরুরি
পৃথিবীর অন্যান্য ভাষায় লিখিত সাহিত্য। অন্যান্য ভাষা রপ্ত করা যেহেতু সবার পক্ষে আদৌ
সহজসাধ্য নয়, তাই একমাত্র অনূদিত সাহিত্যের মাধ্যমেই আমাদের এই চর্চা অব্যাহত রাখতে
পারি। এবং এজন্য আমরা পাঠকদের কাছেও সহযোগিতা আশা করছি। এই ব্লগজিনের বিভিন্ন বিভাগের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিছু কিছু লেখা
নিয়মিত পাচ্ছি। আমরা আরও লেখা ও ছবি পেতে আগ্রহী। আপনারা লেখা ও ছবি পাঠিয়ে
সহযোগিতা করুন।
আমাদের সঙ্গে যোগাযোগের
ই-মেল ঠিকানা :
প্রয়োজনে দূরভাষে
যোগাযোগ করতে পারেন :
0657-2757506 / 09835544675
অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen,
Flat 301, Parvati Condominium,
Phase 2, 50 Pramathanagar Main Road,
Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন