বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

১৭) সুভান দাশ


অ্যালবাম
 
খসে পড়ে কিছু মুখোশের আড়ালে প্রিয় চানি
তার কাঁধে ভেঙে পড়ে কিছু রাত্রিযাপন
ঘরের মেঝেতে ফ্ল্যাশব্যাক ফুটে ওঠে
অ্যালবামের চরিত্ররা এতটাই আধুনিক
যে একটা সনিক মুহূর্তে
আলো হয়ে বিন্দুতে মিশে যায়।



আত্মদহন


ব্যথাদের নেশার নাম দিয়ে

যত যন্ত্রণা ঢেকে ফেলে
মনের অযত্ন সাম্রাজ্য
রাজার পতন ঘটে
রাজত্ব হারায় মন
শাসন ব্যবস্থা শিকেয় উঠে যায়


চুপ হয়ে আছ সারা রাত
বহুকাল আঙুলের ছোঁয়া পাইনি হৃদয়ে
এই তো মোমের মন গলে পড়ল শরীরে
অপেক্ষা রাতের কোনও আঁধার কাটেনি
বিছানায়...
 

উড়ে গেছে ফানুশের মতো সম্পর্কেরা
বিকেলের প্রজাপতি
ঠোঁটে ঠোঁট রাখতেই আকাশের রঙ বদলায়।


কেউ আর বোঝে না পুরোটা
ভালোবাসা তো ক্ষয়ে যায়
কেউ কেঁদে মরে বালিশের ধারে
কেউ প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে।


শিলিগুড়ি আনপ্লাগড্

রাস্তার ওপরে রাস্তা বেড়ে উঠছে প্রতিদিন, নিলামে উঠছে সবুজ পাতায় নেমে আসা মেঘ, পাখি তবু ফিরে আসে জানালায়। বুকে মাথা রাখেপাহাড়ি নীল রঙ চুরি হয়ে  যাচ্ছে শহরে। নদীর পার ঘেঁষা বস্তির ভেসে আসা আলো কিছু আকাশে হারালো ও কিছু থমকে সারাটা পথে। ঘুমহীন রাত টুকরো টুকরো হয়। তবু সিটিওয়ালা বাঁশিতে ফু দেয়ঘরের ভেতর আলো জ্বলে সারা রাত, কান্না ভাগ করি আমরা। কান্না ছড়াই। ফুটপাথ ধরে ঘিঞ্জি ভিড় ঠেলে একলা রাত আসে। পাহাড়ি রূপ তার। আঁকাবাঁকা সড়ক ধরে খুব রাতে নেমে আসে ঘুমন্ত উন্মাদের গায়ে, ক্যাম্প ফায়ারের গুঁড়ো গুঁড়ো ছাই। আলগা ধুলো ঝারা প্যান্ট... একলা হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে চূড়ান্ত ভেঙে পড়াগুলো, বিছানার ওপরে ক্ষণিকের ঘুমআদর রাত বাড়ার সঙ্গে সঙ্গে চামচিকের মতো উড়ে যায়।
 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন