দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫
বালিকা ভাবি ভাবি ভাবি চাম্পাভারির সোনা লম্বা।আয় ভাবি দেখে যাদেবর নাচন খেয়ে যা।ভাবি গেল নাইতেকাপড় গেল খুলে।ভাবির ঠোঁটে চাপা হাসিকি সুন্দর টলমল চাহনি!বাঁকা চোখে টেরা চাহনিখুলে যায় বুকের কাঁচুলি।ভাবি গেল হাঁটু জলেদেবরা শুধু চেয়ে থাকে।চাম্পা ভাবি হেঁটে চলেদেবরা সব উকি মারে।ভাবি ভাবি চাম্পভারি নিতম্ব মোটা।
বালিকা ভাবি
উত্তরমুছুনভাবি ভাবি চাম্পা
ভারির সোনা লম্বা।
আয় ভাবি দেখে যা
দেবর নাচন খেয়ে যা।
ভাবি গেল নাইতে
কাপড় গেল খুলে।
ভাবির ঠোঁটে চাপা হাসি
কি সুন্দর টলমল চাহনি!
বাঁকা চোখে টেরা চাহনি
খুলে যায় বুকের কাঁচুলি।
ভাবি গেল হাঁটু জলে
দেবরা শুধু চেয়ে থাকে।
চাম্পা ভাবি হেঁটে চলে
দেবরা সব উকি মারে।
ভাবি ভাবি চাম্প
ভারি নিতম্ব মোটা।