ভাস্বতী গোস্বামী
আসছি
গন্ধ ফেলে দিই
সবে পাতা
ভেপারে ভেপারে জিষ্ণুর ঘুম
ফসিল খুলছি
দাগে ভিজে উঠল প্রাণায়াম
জিভ চাটছে ক্লান্ত ভোর
শুঁটকি হওয়ার আগে
কতটা ওষুধ সার্ভে হলো
তরতরে আগুনে
ম্যাক্সির নেভানো দশ
পুরবৈয়াঁ
লিরিকের মুনাফা দাগে হাতের ইশারা
হাওয়াকে নিরঞ্জন দিই
জল ভেঙে ভেঙে জলশুঁড়
তবুও অতিকৃত হাঁ
চোঁয়ানো শীতের গম
সাক্ষী মাঠে বাইসন দাগ
ফকিরের এন্তাল আলোর চড়াই
চুরি যায় অচেনা ঘুমের বাটি
দু’ লাফ হাওয়ায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন