নিছক আবারও—১৫
কিন্তু-কে রোদে রাখা
হলে
তবু যায় নায়রে
কিন্তু-কে সাবান মাখালে
তবু নেয় বিয়ের পিঁড়ি
তবু-কেই জিজ্ঞাসা করেছিলাম ঠিকানাটা
কিন্তু-কিন্তু করে ঢোক
গিলল
কিন্তু বলল না
তবু পৃষ্ঠা
ওল্টালো উপন্যাসের
যেন আমাকে এতক্ষণ দেখেইনি
আমিও ছাড়ি না
ভীমরুল,
ঘুরে ঘুরে ফের ফিরে আসি
ওড়ার ফাঁকে ফাঁকে
ইষ্টনামে
কিন্তু তবু তবু কিন্তু চালাই
বাতাসের
ঢল বয়ে যায়
বৃষ্টির মাতাল টলে পড়ে
রোদের চকচকে
টিন প্রতিফলিত হয়
তবুও কিন্তু পত্পত্
আমি ঝান্ডার আন্ডারে দু’হাতে নাড়াতেই থাকি নাড়াতেই
থাকি
কিন্তুর
বে-হিসাব আর তবুর আলাদিন...।
নিছক আবারও—১৬
দোলা লেগে দোলা লেগে দিন
দোলায় শুয়ে শুয়ে রাত
আড়ালে ফাগুনের জিভ কেটে
সাত রঙের কোলাজ
লাজে কুমকুম হয়ে যায়...।
পায়ে আবির কুসুম
পরনে কুমকুম
বে-হাত হলে
কিছুটা কষ্ট তো পাইই
মুখের মীনা করা কাজ
খুঁটে দেখি
কতটা ক্ষয়
কতটা জখম
আর শিল্পের ভূমিকা
দিন আর রাতের মধ্যে
করাৎ চালিয়ে ব্যবচ্ছেদ
একদিকে দোলা দাও
আরেকটা দিক চতুর দোলায়
ঘুম পাড়াও...।
নিছক আবারও—১৭
কোণাগুলো আলগা হয়ে যাচ্ছে
দৈর্ঘ আর প্রস্থকে ধরে রাখতে পারছে না
প্রস্থও তাই
ফলে আয়তক্ষেত্রগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে...
সম্পর্ক নিয়ে অনেকক্ষণ বকে গেলাম
বর্গক্ষেত্রের সঙ্গে
সে আগেই
চারটে হাত
খুলে ফেলেছে
রম্বস সহায়
দৈর্ঘ আর প্রস্থকে ধরে রাখতে পারছে না
প্রস্থও তাই
ফলে আয়তক্ষেত্রগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে...
সম্পর্ক নিয়ে অনেকক্ষণ বকে গেলাম
বর্গক্ষেত্রের সঙ্গে
সে আগেই
চারটে হাত
খুলে ফেলেছে
রম্বস সহায়
নিছক আবারও—১৮
ছড়িয়ে আছি ঘুরিয়ে দিয়ে
গ্লোব
মুখিয়ে আছি ঘোরার ঘানি
টেনে
ট্যাঁকে ডলার কলার উল্টে
চলা
এবং
চলা
গ্লোবের ওপর ওপর
গলা বাড়িয়ে বলা
হেই
তোমরা
নদের নিমাই নাকি?
দু’হাত বাড়িয়ে কেন?
মশাই, সময়
নেই
ছড়িয়ে আছি
ঘুরিয়ে দিয়েছি
মুখিয়ে আছি
কখন একটু থামব
কখন নেমে আসব
ওপর থেকে, থামাও থামাও থামাও থামাও
থা...মা...ও... থামাও হে...
নিছক আবারও-২০
ডুবে ত্রুটিটির টুটি চিপে
না ধরা পর্যন্ত
এই এখানেই হাত-পা ছড়িয়ে
একটু রঙীন
একটা আরামকেদারা মার্কা
অভিলাষ...
ফিরিয়ে দিলাম হ ট্টি টি
ফিরিয়ে গরম চা
লেবু-পানি চমৎকার
ফোয়ারা
ভুলাক্কার ঘুরতে ঘুরতে
বসার পাশে এককুচি বিছানা
নিয়েছে কলম
আমি তাকেই কুর্নিশ
সেলাম
আর যা যা বল...
ডুবে ভেসে আছি
নিরালাটুকু জড়িয়ে
না ধরা পর্যন্ত
এই এখানেই হাত-পা ছড়িয়ে
একটু রঙীন
একটা আরামকেদারা মার্কা
অভিলাষ...
ফিরিয়ে দিলাম হ ট্টি টি
ফিরিয়ে গরম চা
লেবু-পানি চমৎকার
ফোয়ারা
ভুলাক্কার ঘুরতে ঘুরতে
বসার পাশে এককুচি বিছানা
নিয়েছে কলম
আমি তাকেই কুর্নিশ
সেলাম
আর যা যা বল...
ডুবে ভেসে আছি
নিরালাটুকু জড়িয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন