আরেকটা রেনবো
দই-এর মতোই আকাশ
মেয়ে ও পাতলা সুর
হাটখোলা কখন দরজায়
ঘুড়ি যেতে যেতে চাঁদ
বদল রক্তের রঙ
যেমন মাঘ যেমন আশ্বিন
আকাশের তালে কখনও সংসার
ভোর লেগে পোড়া ঊরু
আধোয়া পা
গোড়ালির ছিটে
ধোঁয়া জল ও শাঁখের
ছড়ানো দূর
প্লেট সরে যায়
তুলি ধোওয়া নেশায়
আজ অর্দ্ধ দিন
আদুরী ফ্র্যাকশন আকাশ শোয়ায়
ঘুরে দেখা মিলেনিয়াম
নিজেকেই
পিঠের ওপরে চোখ
হয়তো মেঘে নিশ্চিত বদল
ডাক শেষে সব কেন তুমি
মাটির এ্যাজাকে মোম কাঁপছে
জড়ানো রিখ্টার
সেনোরিটায় নতুন তারা শতাব্দী নেভায়
তাই দূর
আর
অনেক রাত
মেশানো জানালায় ঝড় আসছে খুব
দই-এর মতোই আকাশ
মেয়ে ও পাতলা সুর
হাটখোলা কখন দরজায়
ঘুড়ি যেতে যেতে চাঁদ
বদল রক্তের রঙ
যেমন মাঘ যেমন আশ্বিন
আকাশের তালে কখনও সংসার
ভোর লেগে পোড়া ঊরু
আধোয়া পা
গোড়ালির ছিটে
ধোঁয়া জল ও শাঁখের
ছড়ানো দূর
প্লেট সরে যায়
তুলি ধোওয়া নেশায়
আজ অর্দ্ধ দিন
আদুরী ফ্র্যাকশন আকাশ শোয়ায়
ঘুরে দেখা মিলেনিয়াম
নিজেকেই
পিঠের ওপরে চোখ
হয়তো মেঘে নিশ্চিত বদল
ডাক শেষে সব কেন তুমি
মাটির এ্যাজাকে মোম কাঁপছে
জড়ানো রিখ্টার
সেনোরিটায় নতুন তারা শতাব্দী নেভায়
তাই দূর
আর
অনেক রাত
মেশানো জানালায় ঝড় আসছে খুব
ভালো লাগল পড়ে। সাধু।
উত্তরমুছুন