শুক্রবার, ৩০ মে, ২০১৪

১১) ওয়াহিদা

সুখ

খুব অসম্পূর্ণ আমি -
ঝরা পাতার বিবর্ণ শুষ্কতায়,
পালা বদলের অস্বস্তিতে অসুখের চেনা মাত্রা
গল্পে দিল নিয়তি সুখ...।
শরীর পথে হাঁটছ ফল্গু স্রোতে
অথবা আমার পঙ্গু স্বপ্নে,
প্রতিবিম্বের শবদেহে।
অথচ তোমার বুকের উষ্ণ স্পন্দনে -
সরীসৃপ চেতনা চিহ্ন।
পুরনো রোদের ছিটেয় অঙ্কুরিত বেদনা সুখ।
তবু চলছে শব্দ – সন্ধি – সন্ধিবিচ্ছেদের খেলা...।



নগ্ন সৌন্দর্য

স্থবির জঞ্জালে জেগে উঠছে জীবন্ত শয়নকক্ষ।
বিষবৃক্ষের বীজ নোনা শরীর জুড়ে
তোমার আগুন সুরে -
পুড়ছে বাতাসের স্বাদগ্রন্থী
সূর্য মাটিতে মেলে দিলাম আলোকিত সৌরভ
পৃথিবী তখন যুবতী হলে -
আমি মেতে উঠি নগ্ন সৌন্দর্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন