বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

১৯) অরূপরতন ঘোষ

পুব দেশ থেকে. ৬৬. মুক্তি

(ক)
নির্দিষ্ট তথ্যের বাইরে সমস্তই সুন্দর।
সুফল জানু দেখছে
আলোকে জ্যান্ত করার গান
ক্রমান্বয়ে রঙিন ছাতা, লাল টি শার্টে
নিশ্চিত যুবতী এক –
সকালের আলোয় ফুটছে
সামাজিক ত্রুটি বিচ্যুতি, আরবী ঘোড়ার ডাক

(খ)
তিনটি হরিণ বাচ্চা পালিয়েছে জিপ থেকে
সন্ধ্যের মুখে
তাদের হলুদ রঙ, দূরে
ক্রমেই অপসৃয়মান


পুব দেশ থেকে. ৬৭. প্রেম

পুং শরীরের বিচিত্র গঠন লক্ষ্য করি
লক্ষ্য করি আঘাতের চিহ্নসমূহ

পয়ঃপ্রণালী, জমা হওয়া জলের
শরীরে অ্যাশট্রের ঢুকে পড়া,
বসন্তের ভার্সিটিলনে
অরুণা আইয়ার-এর পা
দুই যথার্থ যুবকের মধ্যখানে

যেন ডুবে যাচ্ছে
শর্তসাপেক্ষ রবিবার
সঙ্গে স্টীল ও তামাকের গন্ধ... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন