বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

২৬) সুবীর সরকার

শিকার


গান ও পাখিশিকার
সেই অফুরন্ত নির্জনতা
ফড়িং ধরি, পাখনা
                           ছিঁড়ি
মানুষের ওপর নেমে আসছে
আকাশের
              মেঘ


গল্প

আসলে কিছু একটা চলে যাওয়া
ভাড়াবাড়ি নিঃসঙ্গ হতে শেখায়
ফাইলবন্দী গল্পের ঘোড়া
শূন্য থেকে নামিয়ে আনা
                                  পায়রা


আহ্লাদ

গীর্জা ও বাড়িঘরের মধ্যে ঘুরে
                                         বেড়াই
সকলকে অভিবাদন জানাই
লাজুক হাসিতে আহ্লাদ মিশে
                                      থাকে
নিরালায় বাঁশপাতা।
দৃশ্যের বর্ণনা
স্মৃতি ও প্রিয়জন
পারতপক্ষে আমরা
                         অশ্রুহীন


অর্গান

উদ্দেশ্য শিকার
তালুতে ছোট্ট পাখি
শুধু নদী আর নদী
রাস্তায় রাস্তায়
                   অ্যাসাইলাম
বাক্স ভরতি গুলি
বাদ্যযন্ত্র নেই
তবু অর্গান
               বাজে


উৎসব

তোমাকে শুয়ে থাকতে হয় লোকশ্রুতির
                                                     ভিতর
আলো ও মাটির দেশ
খাবার রাখতে যাচ্ছে পিঁপড়েরা
বৃষ্টি থামার পর দেখি কামড়ের
                                           দাগ
আবার বাঘ সিংহ
আবার ঝাঁকি জাল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন