সিরিজকবিতা
(১)
গাছের ডালে পাখি, হাড়পাঁজরা
এগিয়ে যাচ্ছে কাশির কনভয়
অন্তত বিশ্বাসযোগ্য হয়ে ওঠো
ওৎ পেতে থাকা পাগলবাড়ি
তালুতে ঢাকা মুখ। কাক চিলের
ঝগড়া
(২)
তারপর সেই ডোরাকাটা বাঘ
অনন্ত চাষাবাদের গল্পে
জলজঙ্গল থেকে শিকারিরা
গোপনে ফিরছে
বন্দুক। উৎসবমঞ্চে।
(৩)
সে অর্থে নদীকুল
পাকা রাস্তা। রেলপুল।
বদমেজাজি হয়ে ওঠা
ঘাড়ের গামছায়
ঘাম
(৪)
দাঁত চেপে গল্প বলি
টাফ লাইনের কথা শোনাই
সরিয়ে রাখি চীনেবাদাম
সুরক্ষা গচ্ছিত রেখে
শুকনো খাবারেই
মনোযোগ
(৫)
সিরিজকবিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচ্ছে মেঘ
যেন সিরিয়াল। আন্তর্জাল থেকে ভ্রমবশত গান
বেগুনখেতের পাশে পড়ে থাকছে পিচকারী
হাওয়াভরা গাড়ি। দাপিয়ে বেড়াচ্ছে মোম ও
মেগাসিটি
(৬)
সেমিকোলন ও নির্জনতা
শিকার কামড়ে ধরা ঠোঁট
গণতন্ত্রের গা ঘেঁষে নতুন
গহনা
(৭)
আবার হাঁটুর মধ্যে থুতনি
থালাবাসন বাজিয়ে ধিক্কার
চারপায়ে ঘোড়া সাজি
আবার লিখতে শুরু করে
হাত
(৮)
দোলার জল থৈ থৈ
সবে আঁকা হয়েছে ছবিটা
বিড়ালেরা শিকারী
মাছের স্বপ্ন দ্যাখে
বাঘ
(৯)
ফ্লাশব্যাকে ফিরে যাচ্ছেন।
মাথায় গেঁথে না রাখলে হারিয়ে
যায়
দূরতর খোয়াব,
পাখি কিংবা সাইলেন্স
দর্শকাসনে
(১০)
কেউ কোথাও নেই। বিস্তর হাসির পর
শান্ত পৃথিবী।
সুপারিশ মেনেই কার্যকর তালিকা
খুঁজে আনতে যাচ্ছি প্রবীণ
মানুষটিকে
জোত ও জমির ছায়ায় সম্বলহীন
(১১) ++
দিনকালগুলি দিনকালের ভিতর
নদীঘেরা জীবন থেকে বয়ে আনা
জং ধরা পেরেক। ঘুমিয়ে থাকা
সাপ পাতার স্তুপে। প্রকৃত অর্থে
সর্পদংশন পরবর্তী
দৃশ্যকোরাস
(১)
গাছের ডালে পাখি, হাড়পাঁজরা
এগিয়ে যাচ্ছে কাশির কনভয়
অন্তত বিশ্বাসযোগ্য হয়ে ওঠো
ওৎ পেতে থাকা পাগলবাড়ি
তালুতে ঢাকা মুখ। কাক চিলের
ঝগড়া
(২)
তারপর সেই ডোরাকাটা বাঘ
অনন্ত চাষাবাদের গল্পে
জলজঙ্গল থেকে শিকারিরা
গোপনে ফিরছে
বন্দুক। উৎসবমঞ্চে।
(৩)
সে অর্থে নদীকুল
পাকা রাস্তা। রেলপুল।
বদমেজাজি হয়ে ওঠা
ঘাড়ের গামছায়
ঘাম
(৪)
দাঁত চেপে গল্প বলি
টাফ লাইনের কথা শোনাই
সরিয়ে রাখি চীনেবাদাম
সুরক্ষা গচ্ছিত রেখে
শুকনো খাবারেই
মনোযোগ
(৫)
সিরিজকবিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচ্ছে মেঘ
যেন সিরিয়াল। আন্তর্জাল থেকে ভ্রমবশত গান
বেগুনখেতের পাশে পড়ে থাকছে পিচকারী
হাওয়াভরা গাড়ি। দাপিয়ে বেড়াচ্ছে মোম ও
মেগাসিটি
(৬)
সেমিকোলন ও নির্জনতা
শিকার কামড়ে ধরা ঠোঁট
গণতন্ত্রের গা ঘেঁষে নতুন
গহনা
(৭)
আবার হাঁটুর মধ্যে থুতনি
থালাবাসন বাজিয়ে ধিক্কার
চারপায়ে ঘোড়া সাজি
আবার লিখতে শুরু করে
হাত
(৮)
দোলার জল থৈ থৈ
সবে আঁকা হয়েছে ছবিটা
বিড়ালেরা শিকারী
মাছের স্বপ্ন দ্যাখে
বাঘ
(৯)
ফ্লাশব্যাকে ফিরে যাচ্ছেন।
মাথায় গেঁথে না রাখলে হারিয়ে
যায়
দূরতর খোয়াব,
পাখি কিংবা সাইলেন্স
দর্শকাসনে
(১০)
কেউ কোথাও নেই। বিস্তর হাসির পর
শান্ত পৃথিবী।
সুপারিশ মেনেই কার্যকর তালিকা
খুঁজে আনতে যাচ্ছি প্রবীণ
মানুষটিকে
জোত ও জমির ছায়ায় সম্বলহীন
(১১) +
দিনকালগুলি দিনকালের ভিতর
নদীঘেরা জীবন থেকে বয়ে আনা
জং ধরা পেরেক। ঘুমিয়ে থাকা
সাপ পাতার স্তুপে। প্রকৃত অর্থে
সর্পদংশন পরবর্তী
দৃশ্যকোরাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন