দুটি কবিতা
তানিয়া চক্রবর্তী
জাতীয়
যেদিন থেকে আলো খেলাম
আলোর সাথে নকল রঙ
সেদিন থেকে যে বা যারা জানলো আমায়
তাদের পাশে ‘বটম ফিডার’ মাছ ঘুরে যায়
জিভের এখন অনেক কোরক
এক কোরকেই জাতীয় স্বাদ
ক্রিনেশনের শরীর জুড়ে প্রবাদ
আলোরা এখন লিজ নেয়
আমাদের বীজের মধ্যে কলমের ক্রাচ ছিল
গাছের আর সত্ত্বা নেই, মাছেরও আর রেখা নেই
যারা যারা নাগরিক তাদের ঘরেই জাতীয় সড়ক...
উল্কি
পাখির ডানা চুঁইয়ে বিদেশী উল্কি এঁকো হাতে
পায়ে বুট মেখে কামড়িও রাস্তা শরীরে শরীর দিয়ে পা’কে বোঝাও
শিরদাঁড়া কাকে বলে!
উল্কির নামে চরিত্র নিলে, রক্ত নিলো না তোমায়
তুমি স্থাপিত বেগ
জন্মের পর বোতলের চুমুতে জড়িত
তবু বোতল নেয়নি তোমায়
ঊর্ণনাভর মতো প্লাস্টিক কার্পেট জুড়ে
বানিয়েছো সাধুরসে একলিঙ্গ জাল--
কোথাও ড্রেন নেই
পড়ে আছে ছেঁড়া মানচিত্র
তানিয়া চক্রবর্তী
জাতীয়
যেদিন থেকে আলো খেলাম
আলোর সাথে নকল রঙ
সেদিন থেকে যে বা যারা জানলো আমায়
তাদের পাশে ‘বটম ফিডার’ মাছ ঘুরে যায়
জিভের এখন অনেক কোরক
এক কোরকেই জাতীয় স্বাদ
ক্রিনেশনের শরীর জুড়ে প্রবাদ
আলোরা এখন লিজ নেয়
আমাদের বীজের মধ্যে কলমের ক্রাচ ছিল
গাছের আর সত্ত্বা নেই, মাছেরও আর রেখা নেই
যারা যারা নাগরিক তাদের ঘরেই জাতীয় সড়ক...
উল্কি
পাখির ডানা চুঁইয়ে বিদেশী উল্কি এঁকো হাতে
পায়ে বুট মেখে কামড়িও রাস্তা শরীরে শরীর দিয়ে পা’কে বোঝাও
শিরদাঁড়া কাকে বলে!
উল্কির নামে চরিত্র নিলে, রক্ত নিলো না তোমায়
তুমি স্থাপিত বেগ
জন্মের পর বোতলের চুমুতে জড়িত
তবু বোতল নেয়নি তোমায়
ঊর্ণনাভর মতো প্লাস্টিক কার্পেট জুড়ে
বানিয়েছো সাধুরসে একলিঙ্গ জাল--
কোথাও ড্রেন নেই
পড়ে আছে ছেঁড়া মানচিত্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন