রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

১৬ জিনাত জাহান খান

অতঃপর সন্ধ্যা
জিনাত জাহান খান



উড়ে চলা পাখিদের ছায়ার নিচে গুনে গুনে পথ চলি। আর
ভাবি, কাঠঠোকরা কেন গাছের শরীর গুনে গুনে কাটে না!
দূর থেকে ভেসে আসা, বাষ্পের দলে যোগ দেয় শহরের যত
দীর্ঘশ্বাস। মায়ার-ছায়া বনসাই হয়ে দুপুরের কাছে বসে।
অতিথি কক্ষের সামনে অপেক্ষাবন্ধু আর আমি, একসাথে,
লুকানো মুদ্রা গুনবো। আর, দীর্ঘদেহী বিকেল এলেই
বেদনা সংগ্রহের ঝোলা খুলে, বিছিয়ে, অঙ্ক কষে কষে
শালিকনৃত্য বেছে নেবো। খড়কুটো ভর্তি ঠোঁটের শিল্পে বন্দী,
যে গাছের মগডাল, তার ছায়াও ম্লান হয়ে আসে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন