রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০১ অনুপম মুখোপাধ্যায়


সে
অনুপম মুখোপাধ্যায়


দেশের শেষ >       ধুলোর শেষ >       অন্ধকারের শেষ >

এক রাস্তার শেষ

নেই

ধারে
অথবা
পাশে

তবু

সরকারি সরাই থাকছে না
ধুলো কিছুতেই
নেটিভ
হচ্ছে না

হবে না
সে

লাথ খাবে না

সে

চ্যালেঞ্জ নিচ্ছে

অপূর্ব জামাখানা
সাফ থাকতে দিচ্ছে না

চ্যালেঞ্জ নিচ্ছে

ধপধপে শাদা লোকটা
গলায় ঢালছে এক রাতের মদ
আটকে থাকা জল থেকে মুক্তি চাইছে

সারা গা থাবড়ে থাবড়ে
ধুলো ফেলছে
র্ণবিদ্বে ফেলছে


বঙ্গীয় কুটীরের মেঝেয়

অথবা

কুটীরের বঙ্গীয় মেঝেয়

শেষে

নদীয়ায় / কুমিল্যায়
অথবা
অন্য যে কোনো এক জেলায়
মহকুমায়

শেষে

শুধু

নিজের ভাষা একটা মুখ

একটা নীলরঙা দিন
পিরিত হচ্ছে না

নিজের ভাষা একটা মুখ

একটা নীল সপ্তাহ
স্নেহ হচ্ছে না

নিজের ভাষা একটা মুখ

একটা নীল মাস
মমতা হচ্ছে না

কেমন ঘুরে যাচ্ছে

আর

তার

মনে পড়ছে

কুঠির চারপাশে
এক রাতের বিষনীল মায়ায়

চাবুকহীন

দয়ানাম্নী

she

৯টি মন্তব্য:

  1. প্রথমতঃ 'মধ্যিখানে' ক্ষুরধার আছে , 'ধারে নেই পাশে নেই' ৷ পুরো POPE উইথ্ HOPE .

    দ্বিতীয়তঃ 'দেশের শেষ > ধুলোর শেষ > অন্ধকারের শেষ >'-এর লিঙ্গ ''সে''-তেই না আটকে ' > . . .' .....

    তৃতীয়তঃ ধুলো 'কালো চামড়ায়' চেপে না বসছে না , অবাক আর হত'বাক্' ৷
    আপনার লেখায় রঙ দেখে প্রথমে আঁৎকে উঠলেও পরে দেখলাম বেশ ঝামেলা করেছেন গায়ে একগাদা রঙ ঢেলে , এবার রঙ থেকে রঙচঙেদের বাদ দিলেই কেল্লাফতে৷

    চতুর্থতঃ শেষদিকটা আমার বেশ SENSUAL লেগেছে , কেন লেগেছে বলতে পারবো না , 'সে'-ও আমাকে এ বিষয়ে ঝুলিয়ে রেখেছে ৷

    উত্তরমুছুন
  2. asadharan chesta Anupam. agagora statement praay, athacho porhte thakle shudhu shabdo-binyas kimba dhbani-binyaser jonyo akta ghor lege jachchhe, sref bibriti mone hochchhe na. " Shesh" shabdotar praay shesh dekhe chherchhis samasta dik theke falato ta aar ematro maane-ti-te atke thakchhena. khali akta katha bolte ichchhe korchhe ei lekhata ami jodi likhtam tahole " kemon ghure jachchhe"-r par-i kabitata shesh kore ditam.ebang sambhabata maajheroi "mamata hochchhe na" line-ta urhie ditam. nah Anupam eta kintu kathar kaaydaay pramarsha, upadesh bachhorhi ghorano noy. tui to tor mato korei bhabbi likhbiebang besh korbi 100baar korbi, setai thikthak pantha. bhalobasa--Ranjanda

    উত্তরমুছুন
  3. Bhalo laaglo Anupam. Tumi besh-kichhuta aaladarakam korechho. Upobhog karo rakomta. Bibriti shudhui bibrito naa hoye anyo matra pelei kobita jhamjhamay, eta jani, biswas o kori. Lekhatay prachur physical space aachhe ja tomar anyo kobitar-o anga. Tabe ekhane space niye physicaly & mentali khela aachhe. Tai upobhog er katha tulechhi. Khub kam kathateo dirgho kobitar mejajta aachhe. Sadhu. shudhu etuku kemon je laglo thik bujhte parchhi na. Oi Ranger bayboharta. Purono manush to , hayto ektu samay laagbe..... Umapada-da.

    উত্তরমুছুন
  4. রঞ্জনদা , এবং উমাদাকে ধন্যবাদ জানাই । আপনারা পড়ে জানালে একটা অন্য ব্যাপার হয় ।

    উত্তরমুছুন
  5. বড় ভালো... শেষটা তো ফাটাফাটি... কবিতাটা ওখানে গিয়ে পৌঁছুবে তা পৌঁছানো পর্যন্ত বুঝতে পারা যায় নি, যদিও প্রথম থেকেই একটু একটু ক'রে, পাঠকের মনের আড়ালে, ঐ ক্লাইম্যাক্সের দিকে চলছিল লেখাটা... ব্রাভো... বড় ভালো লাগে এমন লেখা পড়তে, যদিও, বাঙালি, বাংলা, লেখা এ নয় হয়তো....... কুমিল্লা বানানটা ঠিক ক'রে নেবেন... অনেক শুভকামনা।

    উত্তরমুছুন