মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

১৫ সুবীর সরকার

গ্রামার
সুবীর সরকার



বাদ্যযন্ত্র রাখা থাকে গার্লস স্কুলে


তারপর চওড়া খাল।
বর্ষাকালে বাড়তি সতর্কতা
গ্রামার নামিয়ে দেখি
                            গুমঘর

হাসি

হাড়ছাড়া চিকেন
সঙ্গে মুচকি হাসি
দিন কাটছে লবণ ও
                           চিনি ছাড়াই

দৃশ্য

তীরের ফলক। বর্শার মুখ।
দৃশ্যের মধ্য দিয়ে যেতে
                                      হয়
আসবাব বলতে বাইসনের
                                      শিং

তাঁবু

ছোট কপালে কোনো টিপ নেই
খুব গোপন কিছু বলার মতো
বরাবর উলটো রাস্তায় হাঁটছি
আসলে যাযাবর। তাঁবু খাটিয়ে
                                     থাকে

গান

পাখিদের একটানা স্নান
গভীর গানের মতো বাজে
এত যে হাওয়ায় থাকি
অতিথি সংগ্রহের অভিলাষ
সুসমাচার বয়ে
                                  আনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন