ইতিকথা
পাঞ্চালী সীন্হা
ডালিম গাছটি থেকে আলো সরছে
আর গাছটি নিজের ছায়ার কাছে
খুঁজে নিচ্ছে
সমস্ত আত্মীয়তা
গাছটিকে কে হাঁটা শিখিয়েছে
গাছটিকে হাঁটাচ্ছে কে
দ্রুত কে হাত ধরে পার করাচ্ছে চৌকাঠ
এগোতে এগোতে
গাছটি শিখে নিচ্ছে শব্দহীনতা
চিনে নিচ্ছে নীল আর
একখণ্ড মেঘের খসে পড়া...
পাঞ্চালী সীন্হা
ডালিম গাছটি থেকে আলো সরছে
আর গাছটি নিজের ছায়ার কাছে
খুঁজে নিচ্ছে
সমস্ত আত্মীয়তা
গাছটিকে কে হাঁটা শিখিয়েছে
গাছটিকে হাঁটাচ্ছে কে
দ্রুত কে হাত ধরে পার করাচ্ছে চৌকাঠ
এগোতে এগোতে
গাছটি শিখে নিচ্ছে শব্দহীনতা
চিনে নিচ্ছে নীল আর
একখণ্ড মেঘের খসে পড়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন