বুধবার, ১৭ জুলাই, ২০১৩

১৬ অতনু বন্দ্যোপাধ্যায়

যাপনের সাক্ষ্যপ্রমাণ অতনু বন্দ্যোপাধ্যায়



ধ্বনিত হাতের আশায় ছাপার অ্যাডমিরাল।
পড়তে পড়তে ভুলে যাচ্ছি আজ শ্রাবণের বেলা।


কাল ছিল প্রথম মেতে ওঠা পিঁড়িদের একটানা বন্ধঘর।
তুমি বন্ধ হয়ে উঠছো। আমরা পোস্টারে কোলাজ হাঁটলাম।
আর বিবাহের দাবি নিয়ে কেউ ঘুমোচ্ছে পাতার বিশ্রামে।
শরীরে আহুতি মেখে নিতে।

এইসব দোষগুণ ধরেবেঁধে রাখছি যত্নে।
সকলেই যা খুলে গেছে আসলের নামে।
ফিতের বানানে...
                                                পিতাহি পরমং তপ্‌
পিতৃত্বের জেহাদে ব্যতিব্যস্ত গ্রাম
আহ্লাদ নিবারণের প্যারেড ঠেলে উঠে আসছে সকলের মাথায়।

মগজের অবশিষ্ট পরিধি নিয়ে

পত্রবাহক জুড়ে যাবে লালার গন্ধে,
অবসর বিনোদন-এ অঙ্গীকারের মাসুল ওড়ালাম।

আমাকে ছোট্টই ভেবো দূরের ঘুড়িটার পাশে।

তার আলোময় চোখে ঢেলে দিও ঠোঁটের বিরাম।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন