বুধবার, ১৭ জুলাই, ২০১৩

০৫ তন্ময় ভট্টাচার্য

দাবানল তন্ময় ভট্টাচার্য



রৌদ্রস্নাত অবয়ব... ঘোলাটে... কালচে...
স্নিগ্ধ, বা স্নিগ্ধা, অতএব সিক্ত।
হারিদ্রাভ বর্ণ, মলিন... তবু মিলন
ঘটাতে না পারা, এক যন্ত্রণা।
সরীসৃপ-এর মতো বুকে ভর দিয়ে,
উদগ্রীব সেই বেদনা ‘রেসিস্ত’ করতে গিয়ে
উলম্ব কোণে ঢাকা পড়ে সেই থেমে থাকা  
আগন্তুক সমস্যা... জ্বলে ওঠা দাবানল।

       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন