বুধবার, ১৭ জুলাই, ২০১৩

০৩ আবু সাঈদ ওবায়দুল্লাহ

স্পর্শ আবু সাঈদ ওবায়দুল্লাহ



পানশালার পাশে বাড়ি
স্মৃতিরা চোর হয়ে ঢুকে পড়ছে নেশাখোরদের মগজে
              যেমন কোনো তরুণ কবি তৈরি কারো ভাষায়।
তাদের হাতে মোম -- এই ঘন শীতের বারুদখানা
ঝাপটে আসছে সেনা আর বুট জুতার বায়স্কোপ।

তাই দেখে কার্তুজ লাগছে আমার হিম রাইফেলে
নিশানা স্থির -- জিরো হয়ে বসে আছি বন্ধুর কফিনে।
দূরে তাঁবুগুচ্ছ। খোলা পিপুলভাষায় পাখি হয়ে আছে
                                 সন্ধ্যার এই হিংসা-গ্রেনেড।

ধর্মহীন হলে পালাই পালাই করতাম
আজ ব্রেইন ধরে ঢুকে পড়ছি নেশাখোরদের গ্রামে।
আর অবস্থান চাইছি। শেকল খুলতে খুলতে
গোলাপ আর চামেলিতে ধুয়ে দিচ্ছি মানুষের রক্তখানা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন