বুধবার, ১৭ জুলাই, ২০১৩

০৫ অনুপম মুখোপাধ্যায়

গোল্ডফিশ
অনুপম মুখোপাধ্যায়



‘খুব কেয়ারফুলি একটা গোল্ডফিশকে ধরতে হয়, সোনা।’


‘তারপর?’


‘তারপর... আঃ, কী করছ... সেটাকে জারের বাইরে নিয়ে আসতে হয়! আবার কী! দেখো বাইরের বাতাসে তার একটুও যেন অসুবিধা না হয়, সেটা কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে!’


‘সত্যি, জলের মধ্যে বেচারি মাছটা কী কষ্টই না পায়, বলো?’


ওদের কথা আমি বুঝতে পারছিলাম না। খোলা বাতাসে একটা মাছের কী অসুবিধা হতে পারে? সুন্দর নির্মল ঝরঝরে সকালের বাতাস। তাতে সকালের রোদ গন্ধ হয়ে আছে। এমন বাতাসে একটা সোনালি মাছের অসুবিধা হবে, এ তো জাস্ট ভাবাই যায় না।


তবু সোনা আর অভিষেক এইসব কথা বলছিল। আমি শুনতে পাচ্ছিলাম। ওরা বুঝতে পারছিল কি, আমার ওদের কথাগুলো কতখানি বোকা বোকা লাগছিল?


সম্ভবত না।


ওরা আমার কথা ভাবে না। আমার উপস্থিতির তোয়াক্কা করে না। আমি একটা কাচের প্রাণী হয়ে আছি ওদের মধ্যে। ঘরের মধ্যে কিছুদিন আগেও শুধু চুমুটুকুই খেত। সঙ্গমের সময় ঘরের বাইরে বেরিয়ে যেত। রাস্তায় গিয়ে কাজটা সেরে আসত। আজকাল তো ঘরের মধ্যেই সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকে সারাদিন। এমনকি নিজেদের চাটাচাটিও করে। একটু আগেই তো সোনা বেহায়াপনার হদ্দ করে দিল। ঠোঁটে-চিবুকে-নাকের ডগায় অভিষেকের একরাশ বীর্য নিয়ে আমার দিকে ফিরে বলল, ‘এই ছাগল, কী দেখছিস তুই অমন হাঁ করে! তোয়ালেটা একটু এনে দিতে পারছিস না! কান্ডজ্ঞান কি হবে না রে তোর জীবনে?’


অথচ কাছেই তোয়ালেটা ছিল। হাত বাড়ালেই পেতে পারতো।


এখন অভিষেক উদাসীনভাবে সোনার যোনির আশেপাশে বিলি কাটছে। সোনার ধূসর চোখ এবিপি আনন্দে।


এ এক আশ্চর্য অবহেলা ওদের আমার প্রতি। মায়ার খেলা।


যেমন আমাদের চার দেওয়ালে এই মুহূর্তে কোনো গোল্ডফিশ নেই। তবু এই আলোচনা কেন? আমাকে শোনাবে বলেই কি নয়? অবশ্যই আমি না থাকলে ওরা এখন এটা নিয়ে কথা বলত না। হয়ত বেরিয়ে পড়ত। পার্কে গিয়ে মৈথুন করত। ঠিক যেমন... আজকাল ওরা যখন আমার সামনে ওরাল করে, বোঝা যায় দু’জনেরই চার দেওয়ালের মধ্যে সেক্স তুলতে বেশ সমস্যা হচ্ছে, নেহাত আমার জন্যই করছে। সেদিন অ্যানাল করতে সোনার খুব কষ্ট হচ্ছিল, মুখ লাল হয়ে চোখে জল এসে যাচ্ছিল। তবু নিজেই অভিষেককে বাধ্য করল ও, হয়তো জীবনে প্রথম করল... আমার জন্যই। ও জানে, আমি চেনা লোকের গু-কে পৃথিবীতে সবচেয়ে ঘেন্না করি।


কিন্তু...


খোলা বাতাসে একটা গোল্ড ফিশের কোনো অসুবিধা হতে পারে, এটা ওরা ভাবছে কী করে? কী করে ভাবছে, ওদের এই আলোচনা শুনে আমি বিশ্বাস করবো!


বরং

 

৩টি মন্তব্য:

  1. পড়লাম গল্পটি ৷ জমজমাট সম্পর্ক আমার (তার) আমার ৷ 'খোলা বাতাসে একটা মাছের কী অসুবিধা হতে পারে? সুন্দর নির্মল ঝরঝরে সকালের বাতাস। তাতে সকালের রোদ গন্ধ হয়ে আছে। ' -আহা,একটা তাজা প্রশ্বাস ৷ আপনি কবিতা লেখেন যে তা আপনার গল্প পড়ে বোঝা যায় ৷ গোল্ডফিশ এতটা দামী যে -নিজের অ্যাটিটিউডের জন্য 'হাঁ'-তেই আটকে থাকছে ৷ আপনি মানুষটা উদার -তা ঠিক নয় :-P , 'বরং' বড্ড কৃপণ :-) ৷ সুখী গল্প ৷

    উত্তরমুছুন
  2. Upoma gulo obishyasho rokomer jhanjhalo .. ki jani, hoito khub porimito holo !!(??) Byakti bisheshe "ghenna" onuvuti pathoker "aal-jiber niche" challenge chhure dite pare ..... Dorshon "upolobdhi"-r jonnyo oneke hoito e tuku kosto mene neben ........ "চেনা লোকের গু-কে পৃথিবীতে সবচেয়ে ঘেন্না করি" ............. Tahole "অচেনা লোকের গু-কে" ki keu "Shrodhya" kore ???!! Naki sobcheye beshi " ঘেন্না করি " ... Aar nijer "গু-কে" ???

    Simito porisore onek kotha ese porai golpo ta upobhog korar chesta britha gelo ..... IDEA ta gojaler moto mathai dhokate giye hothat haturi ta hariye felle jemon aapsosh hoi, thik temon onubhuti hochchhe ..... "jara hatke" vaber majhe mul shrot-ta "obishyasho rokomer jhanjhalo" upoma gulor majhe pran-shonsoi obostha .....

    Onurodh:

    1. eti ke KOBITA bole din .... byas
    2. "Neem Gachh" tai "Dhutro ful" futbe kal theke othoba "Jhinge f...."

    উত্তরমুছুন