বুধবার, ১৭ জুলাই, ২০১৩

৩২ ইন্দ্রাণী সরকার

স্নিগ্ধ পরশ ইন্দ্রাণী সরকার



ছুঁয়ে নাও না মনের আকাশ আমার!
বিবর্ণ স্মৃতির মলাটে এখনো তোমার নাম,
সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া কথা
তুলে রেখেছি কলঙ্কিত নামের ফলক
জানালার কাচে লাগা নিশ্বাসের বাষ্প
পাঁজরের নিচে অভিমানী হিমের স্পর্শ
শুনেছি রুমালে না কি জল মোছা যায়,
জলে ভেজা এ আমার মুখ, গলা, বুক
পারো কি সব জল শুষে নিতে তোমার
ওই রুমালের স্নিগ্ধ পরশে বহু সন্তর্পণে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন