কেচ্ছা স্নেহাশিস চট্টোপাধ্যায়
হাত বেরিয়েছে হাত
জামা জুতো আর প্যান্ট –- ভ্যানিশ
চকচক করছে দাঁতগুলো
টিকিট হবে দাদা? টিকিট?
জিভ বেরোচ্ছে যে –- হ্যা হ্যা হ্যা
বেদানার রস খাব
লাল হবে মুখ
বাঁদর হব না তবু
গরিলার মতো বুক বাজিয়ে বলব—
কলেজে না পড়েও আমি ‘বঙ্গবাসী’ (শিয়ালদা শিয়ালদা)।
হাত বেরিয়েছে হাত
জামা জুতো আর প্যান্ট –- ভ্যানিশ
চকচক করছে দাঁতগুলো
টিকিট হবে দাদা? টিকিট?
জিভ বেরোচ্ছে যে –- হ্যা হ্যা হ্যা
বেদানার রস খাব
লাল হবে মুখ
বাঁদর হব না তবু
গরিলার মতো বুক বাজিয়ে বলব—
কলেজে না পড়েও আমি ‘বঙ্গবাসী’ (শিয়ালদা শিয়ালদা)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন