শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৫ রোশনি ইসলাম

ভেসে আসে
রোশনি ইসলাম



(১)

বর্ষার মেঘ-গর্জন
         ঘন অরণ্য
বিস্তৃত আকাশ
উঁচু টিলা
রহস্যময় ক্রন্দন
ভেসে আসে --


(২)

আকাশে আশ্চর্য সব নক্ষত্র
            ধূমকেতুর ঝরে পড়া স্মৃতি
যুদ্ধ যুদ্ধ খেলা...
তখন সবকিছু ভুলে
            স্বপ্ন দেখতে থাকি
            নার্সারি রাইম নাচ গান...
                       ভেসে আসে
                                বাতাসে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন