শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২৭ দীপঙ্কর গোস্বামী

ফক্কাবাদ
দীপঙ্কর গোস্বামী


ছক্কার দেশে পুট নিয়ে ঝগড়া করছিল ওরা
মই ঘিরে বিষের রাজত্বে
অবস্থা বেগতিক হলে শেষে
পাঞ্জার শুরু হলো লড়াই
ছক্কা ও পুট দু’দিকে রইল পড়ে।

এ দৃশ্যপটের নীরব সাক্ষী কবি
মই থেকে সতত যে শত হস্ত দূরে
তাঁর পাঞ্জা বড় দুর্বল
পারে কেবল কাগজে-কলমে খেলতে।

ছক্কার দেশে পুট নিয়ে ঝগড়া করছিল ওরা
কবি বিড়ম্বিত ছিলেন শব্দ নিয়ে

ছক্কা ফক্কা হলে পুট হয়
পুট ফক্কা হলে ছক্কা
আর যাবতীয় ফক্কাবাদের অনুশাসক – পাঞ্জা! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন