মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

০৮ সুমিত রঞ্জন দাস

সুইসাইডিয়াল
সুমিত রঞ্জন দাস



রক্তে মিশে আছে সব সমানুপাতিক হারে --
বাল্যকাল স্নেহ মায়া মমতা...

আর ঈর্ষা?
মুহূর্তে ভেঙে গেল নৈঃশব্দের মৌনমুখরতা,
খোলা দরজা দিয়ে ছুটে এলো উত্তুরে হাওয়ার ডাকে
ড্রেসিং টেবিলে মাসকারার দাগ, পরিচিত ঘামগন্ধ
দুরদার শব্দে জানান দিল বসন্তরঙিন দিন;

আজ কোনো সূত্রেই তাদের মেলাতে পারি না।

জল থেকে তুলে এনে স্বপ্ন দেখিয়েছিলাম জীবনের
রোমে রোমে সেই অশ্রুসিক্ত আত্মসত্ত্বাই আজ বিদ্রোহী
ধীরে ধীরে বেড়ে উঠেছে মৃত্যুঋণ, চাইছে হিসাব

কী করে বোঝাই, বড় হবার আর এক নাম আত্মহত্যা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন