মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

৩০ দীপঙ্কর বরাট

তিনটি কবিতা
দীপঙ্কর বরাট


সুইসাইড নোট -১


ইচ্ছেদের মৃত্যুটাও অদ্ভুত
শয়ে-শয়ে মৃতদেহগুলি শায়িত থাকে
কিন্তু
মুখাগ্নি দেওয়ার কেউ নেই
কোনো সুইসাইড নোটের শেষে
তাদের ডেথ সার্টিফিকেট লেখা থাকে


সুইসাইড নোট -২


সুইসাইড নোটের ফরমেট জানা আছে?
স্থান, কাল, কারণ ভরার শূন্যস্থানগুলি আছে তো?
উদ্দেশ্যও লিখতে হয় বুঝি?
সব কারণের তো প্রমাণ হয় না, সেটাও দিতে হয় বুঝি?
কোথায় পাব ফর্মটি?
আগে জমা করলে তবেই তো আর
মৃতদেহগুলির পিছন ধাওয়া করবে না হাজারো উঠে আসা প্রশ্নগুলি...



সুইসাইড নোট -৩



ধীরে ধীরে তারা সরে যেতে থাকলো আমার কাছ থেকে

আমি তখন সব পাওয়ার নেশায় আত্মহারা

সব হারানোর সংকেত বুঝতেই পারিনি

আমাকে ঘিরে অপার্থিব সব কিছুর বলয়টা ঘনীভূত হতে থাকলো



দাম্ভিক খুশিতে বাহ্যিক জীবনটা এলোমেলো হয়ে গেল –-

আমার হুঁশ নেই, নেশায় মেতে আছি



তারপর এলো সব হারানোর পালা,

স্বপ্ন, শব্দ, এমন কী কলমের কালিও শেষ হয়ে এলো



উদভ্রান্তের মতোন আঁকড়ে ধরতে গেলাম, পারলাম না

বুঝলাম, সব শেষ

প্রতিটি মুহূর্তে উপলব্ধি করছি ফুরিয়ে আসা

খাঁ খাঁ করছে ভেতরটা হতাশায়



রন্ধ্র রন্ধ্র থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে সব

নিজেই নিজেকে শেষ করে নেওয়াকে কী বলবো?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন